।। প্রথম কলকাতা ।।
Donald Trump: সামনেই হোয়াইট হাউসের নির্বাচনী লড়াই, যা কঠিন হয়ে উঠতে পারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কাছে। নির্বাচনী লড়াইয়ের জন্য তিনি নতুন করে ঘুঁটি সাজালেও তা ভেস্তে যেতে পারে। তাঁর বিরুদ্ধে উঠেছে ফৌজদারি অপরাধের অভিযোগ। মঙ্গলবার বিকেলে সেই মামলার শুনানির দিনক্ষণ ঠিক করা হয়েছে। যদিও এর আগে ট্রাম্পের আইনজীবী জানিয়েছিলেন, ট্রাম্পকে গ্রেফতার করা হলেও অন্যান্য আসামিদের মতো হাতকড়া পরানো হবে না। এখন জোর গুঞ্জন উঠেছে, তাহলে ট্রাম্প কি আত্মসমর্পণ করবেন? যদি আত্মসমর্পণ করেন তাহলে তার পরিণতি কি হবে? এই নিয়ে তোলপাড় গোটা বিশ্ব ।
ডেমোক্রেটিক দলের সদস্য তথা অ্যান্টনি অ্যালভিন ব্র্যাগ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন কার্যালয় তরফ থেকে নাকি ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে গত বৃহস্পতিবার যোগাযোগ করা হয়। ট্রাম্পের বিরুদ্ধে রয়েছে একগুচ্ছ অভিযোগ। খুব শীঘ্রই যা প্রকাশ্যে আনা হবে। তার উদ্দেশ্যে ট্রাম্প যাতে দ্রুত আত্মসমর্পণ করেন। যদিও এক্ষেত্রে ট্রাম্পকে জেলে যেতে হবে কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। শোনা যায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক ছিল পর্ন তারকা স্টরমির। পরবর্তীকালে সেই সম্পর্ক ভাঙলে ট্রাম্পের বিরুদ্ধে তিনি প্রচুর অভিযোগ আনেন। তখন ট্রাম্প তার মুখ বন্ধ রাখতে আইনজীবীকে দিয়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন। স্টরমি জানিয়েছিলেন, যদি ট্রাম্প গ্রেফতার হন তাহলে তিনি বিষয়টি বেশ মহানন্দের সঙ্গে সেলিব্রেট করবেন। ট্রাম্পকে জেলে পাঠানো হলে তিনি রাস্তায় হেঁটে যাওয়ার পরিবর্তে নেচে নেচে যাবেন।
শোনা যাচ্ছে, মঙ্গলবার দুপুরে ট্রাম্প ম্যানহ্যাটন ক্রিমিনাল কোর্টহাউসে গ্র্যান্ড জুরির সামনে হাজিরা দিতে পারেন। ইতিমধ্যেই গোটা ট্রাম টাওয়ার ধাতব ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি ওই কোর্ট হাউসের সামনের রাস্তা সম্পূর্ণ বন্ধ। ট্রাম্পের দাবি অনুযায়ী, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি আদালতের বিচারপতির সঙ্গে ব্যক্তিগত শত্রুতার প্রসঙ্গ টেনে আনেন। তিনি আত্মসমর্পণের কথা বললেও বারংবার জানিয়েছেন তাঁকে ফাঁসানো হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম