।। প্রথম কলকাতা ।।
Donald Trump: মঙ্গলবার ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিসে আত্মসমর্পণ করতে চলেছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি (Former US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার তার ব্যক্তিগত বিমানে নিউইয়র্ক সিটির উদ্দেশ্যে রওনা দেন। পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণকে কেন্দ্র করে নিউইয়র্ক সিটি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। তিনি প্রথম কোনো প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
এক পর্নতারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে আগেই। অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে চলেছেন প্রাক্তন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটে বলে জানা যায়। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টর্মি ড্যানিয়েলস নামে ওই মহিলার সঙ্গে তার সম্পর্ক গোপন রাখার বিনিময়ে এক লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার অর্থ প্রদান করেছেন। পাশাপাশি ব্যবসায়িক জালিয়াতির সঙ্গে সম্পর্কিত ৩০টিরও বেশি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ট্রাম্পকে।
ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে অভিহিত করেছেন। ট্রাম্পের আইনজীবীরা ইঙ্গিত দিয়েছেন, মামলার পরিপ্রেক্ষিতে সাবেক প্রেসিডেন্টের গ্রেফতার প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনে হবে। অর্থাৎ, অন্য আসামিদের মতোই পুলিশের কাছে আঙুলের ছাপ দেবেন এবং ছবি তুলবেন। মঙ্গলবারই দোষী সাব্যস্ত ট্রাম্পের সাজা ঘোষণা হবে। তার আগেই আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প। যাবতীয় অশান্তি এড়ানোর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম