।। প্রথম কলকাতা ।।
Hair care: হেয়ার স্ট্রেটনিং বলুন smoothing হাল ফ্যাশনে বেশ ইন সকলেই চান লম্বা স্ট্রেট চুল। স্ট্রেট চুলের সঙ্গে যে কোনো রকম পোশাক মানানসই অনেকেই বলেন চুলের স্ট্রেটনিং বা smoothing করানো ভালো নয় চুল নাকি নষ্ট হয়ে যায়? সত্যি কি তাই? আসলে স্ট্রেটনিং এর জন্য একটা কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। আবার আয়রন করা হয় কেমিক্যাল এর ফলে চুল তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে। আবার অনেকেই চুল বড় হলে নতুন চুল আগের মতই কোকরা থাকে, আর পুরনো চুলগুলো সোজা থাকে দেখতে বাজে লাগে তখন আবার নতুন চুলগুলো স্ট্রেট করার প্রয়োজনীয়তা দেখা যায় চুল স্ট্রেট করালে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। তারপরেই চুল মাঝখান থেকে ভাঙতে শুরু করে।
তা বলে কি হেয়ার স্টাইল করবেন না। অবশ্যই করবেন কিন্তু কিছু জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে। স্ট্রেটনিং কিংবা স্মুদিং করাতে চাইলে স্যালোতে গিয়ে এক্সপার্ট কে জিজ্ঞেস করবেন। তারা যদি আপনার চুল পরীক্ষা করে স্ট্রেটনিং এর পরামর্শ না দেন নিজের শখ মেটাতে স্ট্রেটনিং করাবেন না। স্ট্রেটনিং এর পর কারোর কারোর হেয়ার ফলের সমস্যা দেখা দিলেও আবার কেউ কেউ দিব্যি বছরের পর বছর স্ট্রেটনিং করিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কারণটা কী জানেন? তাদের চুলে কী কোনো ম্যাজিক হচ্ছে? না একদমই নয় তারা পার্মানেন্ট স্ট্রেটনিং করার পর নিজের চুলের সঠিক যত্নটা নিচ্ছেন স্ট্রেট করিয়ে চুল ভালো রাখতে অনেক কিছু মানতে হবে আপনাকে। স্ট্রেট করার পর চুলের সঠিক যত্ন না নিলে দেখা দিতে পারে একাধিক সমস্যা। একদিকে যেমন চুল সাদা হওয়ার সমস্যা দেখা দিতে পারে তেমনি চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা যায়। সবার আগে পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং এর জন্য হেয়ার এক্সপার্ট সঙ্গে কথা বলুন। সকলের চুলের ধরন আলাদা। তাই কোন প্রোডাক্ট আপনার চুলের জন্য উপযুক্ত তা কতটা ব্যবহার করবেন সব বিষয় বিস্তারিত জেনে নিন।
এরপর কিছু ছোটখাটো জিনিস মাথায় রাখতে হবে। স্নান করার পর খুব তাড়াতাড়ি চুলে চিরুনি চালাবেন না। কারণ স্নান করার পর ভিজে চুলের গোড়া আরো দুর্বল থাকে।রোদ আপনার চুলের বারোটা বাজাতে পারে। বাইরে বেরোনোর আগে অবশ্যই চুলে সানব্লক লাগান। দূষণের থেকে চুলকে বাঁচানোর জন্য চুল ঢেকে বেরোন।
চুলের স্টাইলের জন্য আমরা বিভিন্ন রকম হেয়ার টুল ব্যবহার করে থাকি। কেউ ব্লো ড্রাই করি কেউ কারল করি। হেয়ার স্ট্রেটের পর বিরতি দিন। নাহলে আর চুলের দফারফা হাওয়া আটকাতে পারবেন না।
অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে চুল স্ট্রেটনিং করার পর হয়তো চুলে তেল দিতে নেই। এর থেকে ভুল ভাবনা কিছু হতে পারে না। বরং চুলে তেল লাগানো প্রয়োজন।
আপনি যার কাছে হেয়ার স্টাইল করিয়েছেন। তার পরামর্শ মেনে চলুন। স্ট্রেটনিং করানোর পর চুলের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন তারা। নির্দিষ্ট শ্যামপুর নাম বলে দেন আপনি সেই শ্যাম্পু ব্যবহার করুন। চেষ্টা করবেন সবসময় মাইন্ড শ্যাম্পু ব্যবহার করতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম