।। প্রথম কলকাতা ।।
Tollywood Hero: দর্শকের মনে এখন শুধুই মেয়েবেলার ডোডো দা। অর্পণ ঘোষাল ছাড়াও টলিপাড়ার আর কে কে আপনার ক্রাশের তালিকায়? নতুন সিরিয়াল মুকুটের নায়ককে দেখেছেন? উত্তরকুমারের নাতি গৌরব থেকে উচ্ছেবাবু, ফুলকির বর টলিপাড়ায় হিট নায়ক কে কে? আপনার কোন টেলি নায়ক সবচেয়ে প্রিয়? ডোডো দা এখন বং ক্রাশ। আগে জাজমেন্ট ডে, শজারুর কাঁটা সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তাঁর প্রথম ভালবাসা নাটক। তবে এখন তিনি পরিচিত মেয়েবেলার ডোডো হিসাবে। সকলের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন অর্পণ ঘোষাল।
ডোডো দা এমনিতেই খুব চুপচাপ। নিজেই বলেন তাঁর জীবনটা খুব বোরিং। কিন্তু তিনি যে বিবাহিত এই কথাটা এতদিন জানতেন না প্রায়ই কেউই। যাকে তারা মন দিয়ে বসেছেন তাদের সম্প্রতি মন ভেঙে গিয়েছে। কারণ ডোডো দা অনেক আগেই মন দিয়ে ফেলেছেন তার স্ত্রীকে। ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেছেন অর্পণ ঘোষাল। নতুন একটি সিরিয়াল, যার নাম মুকুট। শ্রাবণী ভূঁইয়ার বিপরীতে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে নবাগত নায়ক অর্ঘ্যকে। যিনি হ্যান্ডসাম নায়কদের টেক্কা দিতে পারেন। নায়ক হিসেবে তিনি এই প্রথম সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেলেন।
অর্ঘ্য মডেলিং দুনিয়ার চেনা মুখ অভিনয় করার আগে তিনি বিভিন্ন বিজ্ঞাপনী প্রচারে অংশ নিয়েছেন। তবে নিঃসন্দেহে তার কেরিয়ারের সব থেকে বড় ব্রেক মুকুট। শুধু অভিনয় নয় গানের প্রতিও বেশ আগ্রহ রয়েছে তার। টেলি পাড়ার অনান্য নায়ককে টেক্কা দেওয়ার যোগ্যতা রাখেন এমনটাই বলছেন নেটদুনিয়া। টেলি জগতের অন্যতম পরিচিত মুখ এবং অবশ্যই বাংলার বহু মেয়ের ক্রাশ হানি বাফনা গ্রামের রানি বীণাপাণি, প্রথমা কাদম্বিনী ধারাবাহিক দিয়ে মন জয় করেছেন। যিনি অভিনয় থেকে লুকস দিয়ে বাজিমাত করেছেন তাঁর নাকি প্রেমিকা নেই। বিয়েতেও বিশেষ মন নেই। এমনই অভিযোগ অভিনেতার মায়ের। সংবাদমাধ্যমে এমনই তথ্য দাবি করা হয়েছে।
নতুন ধারাবাহিক ফুলকি। বহুদিন আগেই প্রকাশ্যে এসছে প্রমো। গ্রামের মেয়ের উঠে দাঁড়ানোর গল্পই দেখানো হবে এই সিরিয়ালে। নায়ক চরিত্রে গঙ্গারাম খ্যাত অভিষেক বসু। যাঁকে আলতা ফড়িং সিরিয়ালে শেষ দেখা গিয়েছিল।একের পর এক চরিত্রে সুযোগ পাচ্ছেন। লুকস দিয়েই বাজিমাত করছেন অভিষেক। খড়কুটোর সৌজন্য এখনও ক্রাশ বহু মহিলার। রাগী, গম্ভীর, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত, শান্ত চরিত্রের সঙ্গে ভীষণ মানায় তাঁকে। তবে কৌশিক রায়ের শেষ ধারাবাহিক বালিঝড় চলেনি। গুণগুণের সঙ্গে সৌজন্যর রসায়ন নজর কাড়লেও, ঝোরা-মহার্ঘ্যর সম্পর্ক একঘেয়ে লেগেছে দর্শকদের। তা বলে কৌশিকের ফলোয়ার্স একটুও কমেনি। বড় হয়ে ফুটবলার হবেন ভেবেছিলেন কৌশিক। অভিনয় জগত থেকেও যে তিনি এমন জনপ্রিয়তা অর্জন করতে পারেন তা কখনও কল্পনাও করতে পারেননি। কাজের বাইরেও নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে রাখতেই স্বচ্ছন্দ্যবোধ করেন কৌশিক রায়।
অভিনয়ের দিক থেকে আদৃত রায়কে সকলেই চেনে, কিন্তু অনেকেই জানেন না যে একজন দক্ষ অভিনেতার পাশাপাশি তিনি একজন অসাধারণ গায়ক। মিঠাই -উচ্ছেবাবুর জুটি সুপারহিট। সম্প্রতি মিঠাই শেষ হয়েছে। প্রিয় উচ্ছেবাবুকে মিস করছেন অনেকেই। ছোটপর্দায় এখনও নিজেদের জায়গাটা ধরে রেখেছএন গৌরব চট্টোপাধ্যায় ও শন বন্দ্যোপাধ্যায়। উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর দুই নাতি। ইন্ডাস্ট্রিতে নিজেদের পায়ের মাটি শক্ত করেছেন নিজের জোরে। বিখ্যাত দাদু-দিদিমার নাম ভাঙিয়ে নয়। তাঁদের ফ্যান ফলোয়ার আট থেকে আশি সকলেই। শনের থেকে গৌরবের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বর্তমানে তিনি গাঁটছড়ার ঋদ্ধি। জিম টোনড চেহারায় গৌরব মনে আগুন জ্বালিয়েছেন বহু দর্শকের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম