।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: রাজ্যে বিভিন্ন সময়ে সরকারি হাসপাতাল গুলিতে সদ্যোজত শিশু মৃত্যুর অভিযোগ উঠে এসেছে। শুধু তাই নয়, সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েরও মৃত্যু হয়েছে অনেক ক্ষেত্রে। তবে এবার এই ধরনের কোন মৃত্যু যদি হয় আর তাতে যদি অভিযোগ ওঠে চিকিৎসায় গাফিলতির তবে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা ভীষণ বিপদে পড়তে চলেছেন। এমনটাই শুক্রবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘এই মুহূর্তে’ প্রকাশিত প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর কথায় চিকিৎসায় অবহেলার কারণে যদি কোন শিশু কিংবা মায়ের মৃত্যু হয় তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সংশ্লিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয় চিকিৎসকের চিকিৎসায় ত্রুটির কারণে সদ্যোজাত শিশু বা মায়ের মৃত্যু হলে চিঠি লেখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য কমিশনকে। কাজেই এই বিষয়টির উপর এবার রাজ্যের তরফ থেকে জোর দেওয়া হবে এমনটাই স্পষ্ট করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।
অন্যদিকে কিছুদিন পূর্বেও বিভিন্ন বেসরকারি হাসপাতাল গুলিতে স্বাস্থ্য সাথী কার্ড না নেওয়ার অভিযোগ উঠে এসেছিল । বহু বেসরকারি হাসপাতাল গুলি স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছিল। যার কারণে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। যদিও এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে পৌঁছানোর পর বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। এদিন এই বিষয়কে কেন্দ্র করেও কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। রাজ্যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের কড়া বার্তা দিলেন তিনি। স্বাস্থ্য সাথী কার্ডে কোন হাসপাতাল যদি চিকিৎসা না করতে চায় তাহলে সে ক্ষেত্রে তাঁর রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে।
এছাড়াও এদিন বিধানসভায় সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং নার্স না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব হাসপাতালে শূন্য পদ গুলিতে নিয়োগ করা হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম