।। প্রথম কলকাতা ।।
ডোনা গঙ্গোপাধ্যায়ের কাছে নাচ শিখতে আগ্রহী অনেকেই। আপনার সন্তানকেও কি ডোনা গাঙ্গুলির নাচের স্কুলে পাঠাতে চান? খরচের ভয়ে পিছিয়ে যাচ্ছেন? সৌরভ গাঙ্গুলীর স্ত্রী বলে কথা! খরচ নিশ্চয়ই অনেক লাগবে। অনেকেই এমনটা ভেবে নেন। হয়তো বলবেন, মধ্যবিত্তের ইচ্ছেগুলোকে কিছু সময় আর্থিক কারণে ধরে বেঁধে রাখতে হয়। কারণ, স্বপ্ন পূরণে পকেটের সঙ্গে সামঞ্জস্যটা অনেক সময় প্রয়োজনীয় হয়ে পড়ে। আচ্ছা, ডোনা গাঙ্গুলীর কাছে নাচ শেখানোর খরচ কি সত্যিই সাধ্যের বাইরে? আদৌ জানেন সেখানে ভর্তি হতে গেলে আপনার পকেট থেকে কত টাকা খসতে পারে?
সন্তানকে নাচ শেখানোর ইচ্ছে কমবেশি সব বাঙালি অভিভাবকের থাকে। শিল্পের প্রতি বাঙালির ঝোঁক নতুন নয়। বাংলা থেকেই বহু প্রতিভা বিশ্বে ছড়িয়ে পড়েছে।বাঙালি নৃত্যশিল্পীদের নাম নিলে সামনে আসে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও তাঁর ব্যাপক নামডাক। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওডিশি নৃত্যশিল্পী। পাশাপাশি আগামী প্রজন্মের অনেকেই তাঁর হাতে তৈরি হচ্ছেন। নিজের নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’-তে অনেকটা সময় দেন তিনি। এখানে বহু শিক্ষার্থী নাচ শিখতে আসে। দেশের বহু মেয়েই ডোনা গাঙ্গুলীর কাছে নাচ শিখতে চান। তবে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কাছে নাচ গানের স্বপ্ন অনেকটাই বিলাসিতার মত। যে কারণে এই ইচ্ছে কেবল ইচ্ছেই থেকে যায় অনেকের কাছে।
জানেন কি, ডোনা গাঙ্গুলীর কাছে নাচ শেখার খরচ কিন্তু অতটাও বেশি নয়। যাতে দেশের সমস্ত মেয়ে তাদের নাচ শেখার শখ পূরণ করতে পারে তার জন্য খুবই নূন্যতম টাকায় নাচ শেখান তিনি। এক সাক্ষাৎকারে সৌরভ পত্নী জানিয়েছেন, ‘দীক্ষামঞ্জরী’ ভর্তির জন্য খরচ হয় ১০০০ টাকা। এছাড়া প্রতি মাসে দিতে হয় ৬০০ টাকা। দীর্ঘদিন বেতন এর থেকেও কম ছিল। কিন্তু, সম্প্রতি তা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে, অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আলাদা করে কোনও টাকা নেওয়া হয়না।কোভিডের সময় থেকেই অনলাইন ক্লাস শুরু হয়েছিল। তা এখনও চালু আছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘দীক্ষামঞ্জরী’তে ভর্তির জন্য আরও বিশদে জানতে হলে +৯১-৭০০৩৬৬৭৮০৪ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ১৯৭২ সালের ২২ শে আগস্ট কলকাতার একটি ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন ডোনা। সৌরভ যতটা খেলায় মনোনিবেশ করেছিলেন ততটাই নৃত্য নিয়ে ব্যস্ত থেকেছেন ডোনা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম