।। প্রথম কলকাতা ।।
Eyebrow: টানা টানা চোখের সৌন্দর্যেই আলাদা। মুখশ্রীর সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয় মোটা টানা টানা ভ্রূ-পল্লবও। তাই সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, এখন মোটা ভুরু পেতে মরিয়া সকলেই। বিউটি এক্সপার্টদের মতে আই মেকআপে ‘ডেপ্থ অ্যাড’ করে ঘন মোটা ভুরু। চোখের চাহনি করে তোলে আরও মায়াবী। তাই এখন এই রূপ পেতে চান সকলেই। কিন্তু ভুরু ঘনত্ব পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক পুজোর আগে কীভাবে সহজ ঘরোয়া উপায়ে ঘন করবেন ভুরু।
মেকআপ করার সময় অনেকেই আইব্রো পেনসিল বা কাজলের সাহায্যে ভ্রূ-পল্লব ঘন করে নেয়। কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না। এর চেয়ে ভাল হয় যদি স্থায়ী ভাবে আপনার ভুরু ঘন হয়ে যায়। আপনি চাইলে প্রাকৃতিক উপায় ব্যবহার করে ভ্রূ-পল্লব ঘন করতে পারবেন। যেভাবে মাথার চুলের যত্ন নেন সেভাবে ভুরুরও যত্ন নিতে হবে। ভুরু ঘন করতে তেল ম্যাসাজ করা যেতে পারে।ভুরুতে অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করুন।প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই নিয়ম মানতে হবে।এতে ভুরুর লোমের বৃদ্ধি হয়। ভাল ফল পেতে অলিভ অয়েলে বাদাম তেলও মিশিয়ে নিতে পারেন।
ভুরু ঘন করতে অ্যালোভেরা জেল লাগানো যেতে পারে। এ জন্য অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে কিছুক্ষণ ভুরুতে ম্যাসাজ করতে হবে। আধ ঘণ্টা পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তাজা অ্যালোভেরা জেল না থাকলে বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করা যেতে পারে। ভুরু ঘন করতে কাঁচা দুধও ব্যবহার করা যেতে পারে। এর জন্য একটি পাত্রে কিছু কাঁচা দুধ নিয়ে তাতে একটি তুলোর বল ডুবিয়ে রাখতে হবে। তারপর ভুরুতে লাগিয়ে কিছুক্ষণ হালকা হাতে ঘষে নিন। বিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। দুধে উপস্থিত প্রোটিন প্রয়োজনীয় পুষ্টি দিয়ে ভুরুকে ঘন করতে সাহায্য করে।
ভুরু ঘন করতে পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করা যেতে পারে। এ জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভুরুতে সামান্য পেট্রোলিয়াম জেলি লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। এরপর পরিষ্কার কাপড় দিয়ে ভুরু মুছে নিতে হবে। পেট্রোলিয়াম জেলিতে উপস্থিত হাইড্রেটিং এজেন্ট ভুরু বৃদ্ধিতে সাহায্য করে। ভুরু ঘন করতে গ্রিন টি-এর সাহায্যও নেওয়া যেতে পারেন। এর জন্য গ্রিন টি বানিয়ে ঠাণ্ডা করে তারপর তুলোর সাহায্যে ভুরুতে লাগাতে হবে।২০ মিনিট পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ভুরুর চুলের বৃদ্ধিতে ভাল ভূমিকা রাখতে পারে।
এর সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাদ্য খান। অনেক ক্ষেত্রে ভুরু পাতলা হওয়ার কারণ হতে পারে প্রোটিনের ঘাটতি। তাই আপনার খাদ্যতালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার যুক্ত করুন। প্রাকৃতিক প্রতিকার ব্যবহার করার পাশাপাশি প্রোটিন হিসাবে প্রতিদিন এক বাটি স্প্রাউট খেতে পারেন। এতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড ভুরু গঠনে সাহায্য করে। এছাড়া এটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম