।। প্রথম বাংলা ।।
Mundan ceremony: জন্মের পরপরই শিশুকে ন্যাড়া করিয়ে দেওয়া হয় ১৮ মাসে জন্মের চুল কামিয়ে কেন দেওয়া হয় জানেন? বাচ্চার মাথার চুল কোথায় যায়? ১৮ মাসের শিশুর চুল দিয়ে আসলে কী করা হয়?
অনেকেই তাদের বাচ্চাদের জন্মের পর ১৮ মাসে চুল (Hair) কামিয়ে দেন।হিন্দু শাস্ত্রে (Hindu Rituals) বাচ্চাদের মাথা কামিয়ে দেওয়ার এই প্রথা মুণ্ডন নামে পরিচিত। দুধের দাঁত পড়ে গিয়ে যেমন নতুন দাঁত গজায় ঠিক তেমনই পুরনো চুল কামালে বাচ্চাদের মাথা ভর্তি নতুন চুল গজায়! এমনটা বিশ্বাস করেন অনেকেই
কিন্তু এই নিয়ম কেন মানা হয়?বাচ্চাদের এই চুল দিয়ে কি করা হয় জানেন?
ছেলে সন্তান হোক বা মেয়ে মাথা কামিয়ে দেওয়ার রেওয়াজ কিন্তু সব হিন্দু পরিবারেই রয়েছে। একে বলা হয়ে থাকে মুণ্ডন সংস্কার। হোম বা পূজার আয়োজন করা হয় থাকে যেখানে মা তার কোলে সন্তানকে নিয়ে বসেন।
পুরোহিত সন্তানের চুলের একটি অংশ কামিয়ে দেন। চুলের বাকি অংশ পরে নাপিত কামিয়ে দেন। বলা হয়ে থাকে যে একটি শিশু যখন জন্মায় তখন সে আগের জন্মের পাপ নিজের সঙ্গে পৃথিবীতে নিয়ে আসে। এই পাপ থেকে তাকে মুক্ত করতে তার চুলগুলি দেবতার চরণে অর্পণ করা হয়।ভগবানকে (God) নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। শিশুটির সৌভাগ্যের প্রার্থনা করা হয়। শিশুর মুন্ডন সবসময় একটি শুভ তারিখ ও সময়ে সম্পন্ন হয়ে থাকে।জন্মের সময়ে সব শিশুর মাথায় চুল থাকে না। আবার কোনও কোনও শিশুর অনেক চুল থাকে। জন্মের সময় শিশুর মাথায় যে চুল থাকে তা সাধারণত পাতলা ও নরম হয়।এখন সেসব কুসংস্কারে (Superstition) না মানলেও
১৮ মাসে মাথার চুল কামিয়ে দিলে আরো ঘন চুল উঠবে বলেই বিশ্বাস করেন অনেকেই। সে কারণে শিশুর মাথা কামিয়ে দেয় বহু পরিবার।
বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থার (Pregnancy) ৩০তম সপ্তাহের কাছাকাছি গর্ভের সন্তানের চুল তৈরি হয়। যদি সেই সময়েই শিশুর মাথায় চুল গজাতে শুরু করে। তা হলে সেই শিশুর চুল নিয়ে জন্মানোর সম্ভাবনা ।মায়ের শরীরে পর্যাপ্ত আয়রনের (Iron) অভাব ঘটলে চুল গজাতে বেশ দেরি হয়। তবে ১৮ মাসে চুল কাটলেই যে ঘন চুল উঠবে এমনটা ঠিক নয়।কারোর মাথায় কেমন চুল হবে তা ফলিকলস-এর ওপর নির্ভর করে আমরা প্রত্যেকেই জন্মের সময় নির্দিষ্ট সংখ্যক ফলিকলস নিয়ে জন্মাই ন্যাড়া করা হলেও এই ফলিকলস-এর সংখ্যা বাড়ে না। চুল ঘন হবে না পাতলা তা জিনের ওপর নির্ভর করে। তাই ভালো চুলের আশায় বাচ্চাকে বারবার ন্যাড়া করানো আসলে কিন্তু অর্থহীন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম