।। প্রথম কলকাতা ।।
সময় দেখতেই কয়েক কোটি টাকা, বিরাট কোহলির ঘড়ির কালেকশন জানেন? বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি পড়েন বিরাট। দাম জানলে অবাক হবেন।বিরাট কোহলি নিজেই একটা ব্র্যান্ড। তিনি ব্র্যান্ডেড পোশাক, ঘড়ি, চশমা ইত্যাদি ব্যবহার করবেন তেমনটাই স্বাভাবিক। আর তিনি ব্র্যান্ডেড জিনিসই ব্যবহার করেন। কোহলির ভক্তরা তাঁর বিভিন্ন ব্র্যান্ডেড জিনিসের দাম জানতেও আগ্রহী থাকেন।
বিরাটের শখের জিনিস গুলির মধ্যে অন্যতম হল ঘড়ি। ঘড়ির প্রচুর কালেকশন আছে বিরাটের কাছে। একেকটার দাম শুনলে অবাক হবে না আপনিও। বিরাটের কাছে ঠিক কতগুলো ঘড়ি রয়েছে আর তার দামিই বা কত সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব।
প্রথম ঘড়িটি হলো রোলেক্স ডেটোনা। রোলেক্সের এই ঘড়িটির দাম ৬ কোটি টাকা। ঘড়িটিতে রয়েছে কালো রংয়ের ডায়াল। ১২ ঘণ্টা বোঝাতে ১১ রকমের রং রয়েছে এটিতে। গোলাপি ও গোল্ড রংয়ের ঘড়িটি। এটিতে রয়েছে ৫৬টা হিরে। এছাড়া রামধনুর ৩৬টা ধরন রয়েছে এটিতে।
এরপর যে ঘড়িটির কথা সেটি হলো প্ল্যাটিনাম রোলেক্স ডেটোনা। এটির দাম ১.২৩ কোটি টাকা। এটির ডায়ালের রং আইস ব্লু। ঘণ্টার মার্ক করা হয়েছে ইস্টার্ন আরব স্টাইলে। ঘড়িটি তৈরি প্ল্যাটিনাম দিয়ে। ৪৪ জুয়েল ক্রোনোমিটার রয়েছে এটিতে।
এই ঘড়িটি হলো প্ল্যাটিনাম পাটেক ফিলিপ। অন্যতম লাক্সারি এই ঘড়িটিও রয়েছে বিরাটের সংগ্রহে। এর দাম ৭৮ লাখ টাকা। প্ল্যাটিনাম রয়েছে ঘড়িতে। এছাড়াও ঘণ্টার কাঁটাটি সোনার তৈরী।
এটি পাটেক ফিলিপ নটিলস। এটিতে অটোমেটিক মেকানিকল মুভমেন্ট ব্যবস্থা আছে। এটাতে চাঁদের অবস্থান জানানোর জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। এর ডায়ালের রং কালো ও নীল রংয়ের। এটির দাম ১.১৪ কোটি টাকা।
কোহলির সংগ্রহে আরও রয়েছে রোলেক্স অস্টার পার্পেটুয়াল স্কাই ডুইলার ও রোলেক্স ডেটোনা হোয়াইট ডায়াল। এই ঘড়িতে রয়েছে টাইটেনিয়াম ও নিকেল। মেটালের ব্লেড রয়েছে এটিতে। এছাড়াও রেলোক্স ডেটোনা ঘড়িটি স্টেইনলেস স্টিলের। এটি বিশেষ স্টিল দিয়ে তৈরি। এটিতে রয়েছে ৪৪টি জুয়েল এবং সেল্ফ উইন্ডিং, যা হাওয়ার গতিবিধি বুঝতে পারবে।
আর এটি হলো অডমার্স পিগেট রয়্যাল ওক ডাবল ব্যালেন্স হুইল। এটির দাম ২১ লাখ টাকা। ১৮ ক্যারটের গোলাপি গোল্ড কেসে রয়েছে এটি। ঘণ্টার কাঁটাটি গোলাপি ও সোনালি রংয়ের।
হলুদ গোল্ড রোলেক্স ডেটোনা হোয়াইট গ্রিন ডায়াল, এটিও বিরাটের আরও একটি ঘড়ি। ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই ঘড়িটি। এটির দাম ৭৮ লাখ টাকা। সবুজ ডায়াল রয়েছে এটিতে। এটির ডায়াল বাঁচাতে রয়েছে বিশেষ পাথর।
বিরাটের কাছে রয়েছে রোলেক্স ডে ডেট রোজ গোল্ড অলিভ ডায়াল। ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি এটি। এটি ভিল্টেজ স্টাইলের ঘড়ি। এটির ব্রেসলেটকে প্রেসিডেন্ট ব্রেসলেট বলে। এটির দাম ২৯ লাখ টাকা।
আর এটি হলো স্কেলিটন কনসেপ্ট রোলেক্স। এটা বিরাট কোহলির কালেকশনে অন্যতম সেরা ঘড়ি। এটির দাম ৪৫ লাখ টাকা। নামের মতই এটি। ঘড়িতে প্রতিটা জিনিস বাইরে থেকে দেখা যায়। ২৪ ক্যারেট সোনা রয়েছে এটিতে।
শেষ যে ঘড়িটির কথা বলবো সেটি হলো পাটেক ফিলিপ অ্যাকুয়ানট। এটির দাম ৫৭ লাখ টাকা। এটিকে বাদামি ডায়াল আছে। এর প্রতিটা নম্বর সোনার।
তাহলে অবাক হচ্ছেন তো? কিন্তু অবাক লাগলেও বাস্তব। আর এত দামি দামি ঘড়ি বিরাট ছাড়া আর পড়বেই বা কে? যিনি নিজেই একজন ব্র্যান্ড তার কাছে ব্র্যান্ডের জিনিস থাকাটা খুব স্বাভাবিক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম