।। প্রথম কলকাতা ।।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইউরোপিয়ান লিগ ছেড়ে এশিয়ান লিগে যুক্ত হয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সদ্য যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। জানা গেছে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোয় রোনাল্ডোকে দলে নিয়েছে সৌদি আরবের ক্লাবটি। সেই হিসেবে ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বেশি রোজগার করা ক্রীড়াবিদ এখন রোনাল্ডো। যার ধারে কাছে কেউ নেই। রোনাল্ডোর আয় পিএসজিতে খেলা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আয়ের প্রায় পাঁচগুণ। ব্রাজিলিয়ান তারকা নেইমারের তিন বছরের মোট আয় রোনাল্ডোর এক বছরের আয়ের সমান। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে এতো বিপুল পরিমাণ অর্থে আল নাসেরে যোগ দিয়ে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।
রোনাল্ডোর সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয়েছে আল নাসেরের। বছরে ২০০ মিলিয়ন ইউরো পাবেন পর্তুগিজ মহাতারকা। যা ভারতীয় মুদ্রায় ১৭৭৫ কোটি ২৪ লক্ষ টাকা। সেই হিসেব ধরলে প্রতি মাসে রোনাল্ডো পাবেন ১৪৮ কোটি টাকা। প্রতিদিনের হিসেবে পাঁচ কোটি আয় করবেন রোনাল্ডো। ঘন্টায় তাঁর আয় ২১ লক্ষ টাকা। প্রতি মিনিটে ৩৫ হাজার পাবেন রোনাল্ডো। প্রতি সেকেন্ডে তাঁর আয় ৫৭০ টাকা।
রোনাল্ডোর এই বিপুল পরিমাণ আয় পিছনে ফেলে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। ফরাসি ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তিতে মেসি পান ৭০ মিলিয়ন ইউরো। ভারতীয় মূল্যে যা প্রায় ৬১০ কোটি ৩২ লক্ষ টাকা। এই হিসেবে প্রতি মাসে মেসির আয় তিন মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ২৬ কোটি ১৬ লক্ষ টাকা। প্রতি সপ্তাহে তাঁর আয় প্রায় ৬ কোটি ৩৭ লক্ষ টাকা। প্রতিদিনের আয় প্রায় ৯০ লক্ষ ৬৮ হাজার টাকা। পিএসজিতে প্রতি মিনিটে মেসির আয় প্রায় ১২ হাজার ৬১৪ টাকা।
রোনাল্ডোর এক বছরে আয় নেইমারের আয়ের চেয়ে অনেক বেশি। নেইমারের এক বছরের আয় ৩১ মিলিয়ন ইউরো। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭০ কোটি ১৮ লক্ষ টাকা। যদিও মেসি ও নেইমারদের বেতনের বাইরে বিজ্ঞাপন ও ইমেজ স্বত্ব থেকে বিপুল পরিমাণ আয় আছে।
রোনাল্ডো এই বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব পেয়েও রাজি হননি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সর্ম্পক ছিন্ন করার পর তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য ক্লাব খুঁজছিলেন। রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেস ইউরোপের একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগও করেন। কিন্তু সাড়া মেলেনি। চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোন ক্লাব না পেয়ে অবশেষে বিপুল পরিমাণ অর্থে যোগ দেন আল নাসেরে।