।। প্রথম কলকাতা ।।
তারাপীঠ সাধারণ মানুষের কাছে বিশ্বাস ও ভরসার প্রতীক। দেশ বিদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন আবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে প্রতিবছর বহু মানুষের সমাগম হয়। এবছর গতবছরের তুলনায় কয়েকগুণ বেশি ছিল ভক্তদের ঢল তবে এবার কৌশিকী অমাবস্য তারাপীঠের মদের দোকানগুলিতে রেকর্ড মদ বিক্রি হয় অর্থাৎ কৌশিকী অমাবস্য্যায় মা তারা দর্শনে এসে মদেই মেতে রইলেন ভক্তদের একটা বড় অংশ। এক রাতেই সুপার সাইক্লোন এর গতিতে মদ বিক্রি হয়।
তারাপীঠ মূলত তন্ত্রপীঠ সিদ্ধপীঠ নামেই পরিচিত। আর এই সিদ্ধপীঠের একটি বিশেষ দিন হল কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমে এই তারাপীঠে কৌশিক অমাবস্যা উপলক্ষে। তবে 2022 সালে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও গত বছরের তুলনায় এই বছর তুলনামূলকভাবে দর্শনার্থীর সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। পাশাপাশি সিদ্ধিলাভের আশায় কৌশিকী অমাবস্যায় ভিড় করেন ভিনরাজ্যের সাধকরাও। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে এই অমাবস্যা উপলক্ষে, ঠিক অন্যদিকে তারাপীঠে বিভিন্ন মদের দোকানে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়ে থাকে।
২০১৯ সালে করোনা পরিস্থিতির আগে রেকর্ড মদ বিক্রি হয়েছিল তারাপীঠে তার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। ২০২০ এবং ২০২১ সালে করোনা পরিস্থিতির জন্য মন্দির এবং মদের দোকান দুটি বন্ধ রাখা হয়েছিল সরকারি নির্দেশে, গত বছর আমাবস্যা পালিত হলেও দর্শনার্থীর সংখ্যা কম থাকায় মদ বিক্রিও কম টাকার হয়েছিল। তবে এ বছর গতকাল সকাল থেকে তারাপীঠে দর্শনার্থীর সংখ্যা খুব একটা বেশি না থাকলেও সন্ধ্যের পর দর্শনার্থীরা মন্দির এবং তারাপীঠ চত্বরে ভিড় জমাতে শুরু।
এ বছর কত টাকার মদ বিক্রি হল এই বিষয়ে আবগারি দফতর সূত্রে খবর ১৩ তারিখ অর্থাৎ আমাবস্যার আগের দিন ৮০ থেকে ৯০ লক্ষ টাকা এবং অমাবস্যার দিন ১ কোটি ১০ লক্ষ থেকে ১ কোটি ২০ লক্ষ টাকারআনুমানিক মদ বিক্রি হয়েছে। অন্যদিকে তারাপীঠে এক মদের দোকানের মালিক জানান এই দু’দিনই আবহাওয়া খুব একটা গরম না হওয়ায় ঠান্ডা বিয়ার মদের চাহিদা অনেকটাই কম ছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম