।। প্রথম কলকাতা ।।
SIM Card: এবার সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি। সিম কার্ড নিয়ে আরও কড়া সরকার। আপনার কি ডুয়েল সিমের ফোন? অর্থাত্ একটা ফোনেই ইউজ করছেন দুটো সিম
জরিমানা দিতে হতে পারে আপনাকেও! কিন্তু কেন ? আপনার সিম কার্ড বাতিল হতে পারে যে কোনও সময় যদি এই ভুল করে থাকেন। অনেকেই আছেন একটা সিমে রিচার্জ করেন। আরেকটা অল্প টকটাইম ভরে রেখে দেন। সব সিমকার্ডের নিয়মে বদল এসে গেল। কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র।
যাঁদের নামে দুটো সিম আছে তাদের চিন্তা নেই। তবে অনেক ক্ষেত্রে এক ব্যক্তির নামে একাধিক সিম কার্ড থাকে।তাঁদের সতর্ক করলে কেন্দ্র।
একজন ব্যক্তি তার নামে মাত্র ৯টি সিম কার্ড এবার থেকে নিতে পারবেন। যেখানে জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব রাজ্যের মানুষের জন্য এই সংখ্যা ৬। এক আধার কার্ডে শুধুমাত্র ৯টি সিম কার্ড নেওয়া যাবে।আপনি যদি এই নির্দেশিকা না মানেন। তাহলে আপনাকে জরিমানা করা হতে পারে। প্রথমবারের জন্য এই জরিমানা ৫০ হাজার টাকা।দ্বিতীয়বার এটি ২ লাখ। জালিয়াতি করে সিম কার্ড পাওয়ার জন্য ৫০ লাখ টাকা।
এবার আপনাদের একটু মনে করিয়ে দি। আগের টেলিকম আইনে একজন ব্যক্তি তাঁর নামে কটা সিম কার্ড তুলতে পারতেন? এখনকার সাথে তাঁর পার্থক্য কত হল?
২০১৮ সালে ভারত সরকারের টেলিকমিউনিকেশন মন্ত্রকের তরফে একজন ব্যক্তির জন্য মোবাইল কানেকশন নেওয়ার সংখ্যাটা বাড়িয়ে ১৮ করা হয়। সেই ১৮টি মোবাইল কানেকশনের মধ্যে একজন নাগরিক ৯টি সিম কার্ড সাধারণ মোবাইল কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারেন। বাকি ৯টি এমটুএম বা মেশিন টু মেশিন কমিউনিকেশনের কাজে লাগাতে পারে।
কিন্তু হঠাত্ সিম কার্ড নিয়ে কড়াকড়ির পিছনে কারণটা কী?
আপনার আধার কার্ড ও নাম ব্যবহার করে মার্কেটে অবাধে সিম কার্ড তুলে চলেছে জালিয়াতরা। আর আপনি তার কিছুই জানেন না। ছড়িয়ে যাচ্ছে অপরাধের জাল। যেখানে অজান্তেই জড়িয়ে পড়ছেন আপনি। তাই, এমনই সংকটজনক পরিস্থিতিতে একজন ব্যক্তির নামে সিম কার্ড নেওয়ার বিষয়ে নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিল কেন্দ্র। আপনার সিম ব্যবহার করে অপরাধ হয়ে চলেছে দিনের পর দিন। এই ঘটনা রুখতে এবার কড়া পদক্ষেপ সরকারের। একের পর এক সিম ব্যবহার করে জালিয়াতি বন্ধ হয় কিনা সেটাই দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম