।। প্রথম কলকাতা ।।
লাগবে না এক টাকাও। এক্কেবারে ফ্রিতে ভ্রমণ করতে পারবেন বন্দে ভারতে। এমনই সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। কারা পাচ্ছেন এমন আকর্ষণীয় অফার! চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। যেমন গতি তেমনই তার রূপ। এই মুহূর্তে ভারতের শীর্ষ স্থানীয় ট্রেনগুলোর মধ্যে অন্যতম বন্দে ভারত এক্সপ্রেস। শুরু থেকেই মিডিয়াতে চর্চায় রয়েছে এই ট্রেন। তবে এই ট্রেনের টিকিটের ভাড়াটা একটু হলেও বেশি।
কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। পুজোর ছুটিই হোক বা হঠাৎই পাওয়া তিন চারটে দিন, সুযোগ পেলেই বাঙালি বেড়াতে যেতে তৈরি। আর সেই সফর যদি হয় বন্দে ভারতে তবে তো আর কথাই নেই। ভারতীয় রেলের মানচিত্র বদলে দিয়েছে এই ট্রেন। ইতিমধ্যে একাধিক রুটে বন্দে ভারত সপ্তাহে ছয়দিন ছুটছে। আগামী পাঁচ বছরের মধ্যে আরও ৪০ টি বন্দে ভারত চালুর টার্গেট রয়েছে রেলের। এই ট্রেনকে ট্র্যাকে নামিয়ে একপ্রকার নজির গড়েছে ভারতীয় রেল। সেমি হাইস্পিড এই ট্রেনকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। যত সময় এগোচ্ছে ততই এই ট্রেনকে ঘিরে মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে।ভাবুন তো, হাজার হাজার টাকা খরচ না করে এই ট্রেনে যদি বিনামূল্যে ভ্রমণের সুযোগ পান তবে কেমন হবে?
সম্প্রতি এমনই ঘোষণা করেছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিনামূল্যে এই ট্রেনে সফর করতে পারবেন পড়ুয়ারা। সব পড়ুয়ারা নয়। যাঁরা একটি প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে সুযোগ পাবেন তাঁরাই। রেলমন্ত্রী ঘোষণা করেছেন, ওড়িশার নির্বাচিত পড়ুয়াদের বন্দে ভারত ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। একটি প্রতিযোগিতার মাধ্যমে সরস্বতী বিদ্যা মন্দিরের ৫০ জন পড়ুয়াকে বাছাই করা হবে। শুধুমাত্র তারাই বন্দে ভারতে বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন। কটকে সরস্বতী বিদ্যা মন্দির স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এই ঘোষণা করেন। রেলমন্ত্রী জানান, শিক্ষার্থীরা ভিডিওতে বন্দে ভারত ট্রেনটি দেখে এতে ভ্রমণ করতে আগ্রহ প্রকাশ করেছিল। তাই প্রতিযোগিতার মাধ্যমে ৫০ জন শিক্ষার্থীকে বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের ১৮ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরী ও হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ওড়িশার মোট ২৫টি স্টেশন সহ ৫০৮টি রেল স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম