।। প্রথম কলকাতা ।।
Business Tips: চাকরির পাশাপাশি বাড়তি ইনকাম করতে চান? তাহলে আপনার সামনে রয়েছে প্রচুর অপশন। অনেকেই ভাবেন চাকরির পাশাপাশি ব্যবসা করা সম্ভব নয়। কারণ ব্যবসা করতে গেলে সময় দিতে হয় এবং পরিশ্রম করতে হয়। বর্তমানে অনলাইন রমরমার কারণে এমন কিছু ব্যবসা রয়েছে যা আপনি অনায়াসে চাকরির পাশাপাশি করতে পারেন। চাকরির পাশাপাশি ব্যবসা করা মানেই বাড়তি ইনকাম। এই প্রতিবেদনে আপনার জন্য রইল কিছু অভাবনীয় আইডিয়া, যার মাধ্যমে আপনি চাকরির পাশাপাশি অন্যান্য ভাবেও টাকা ইনকাম করতে পারেন।
- বর্তমান প্রজন্মের একটা বিশাল অংশ শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে প্রচুর টাকা ইনকাম করছে। ইউটিউব চ্যানেল খুলে আপনিও ভিডিও আপলোড করতে পারেন। এক্ষেত্রে এডিটিং জানতে হবে এবং সৃজনশীলতা থাকতে হবে। মানুষের চাহিদা অনুযায়ী ভালো ভিডিও করা দরকার। মানুষ যত আপনার ভিডিও দেখবে ততই ইনকাম বাড়বে।
- ফেসবুকের মাধ্যমেও প্রচুর টাকা ইনকাম করতে পারেন। ফেসবুক পেজে ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকামের পাশাপাশি আপনি অনলাইন শপ খুলতে পারেন। সেখানে আপনার প্রোডাক্ট শেয়ার করলে বিক্রির সংখ্যা বাড়বে।
- বর্তমানে ওয়েবসাইটের চাহিদা দিনের পর দিন বাড়ছে অনেকেই আছেন যারা ওয়েবসাইট তৈরি করে তা বিক্রি করেন। চাইলে নিজেই একটি ওয়েবসাইট খুলে সেখানে ব্লগ পোস্ট করতে পারেন। ওয়েবসাইট তৈরি করতে যা খরচ হয়েছে পরবর্তীকালে বিক্রি করে তার থেকে বেশি মুনাফা লাভ করবেন।
- নিজের বাড়ির ছাদে বা ব্যালকনিতে ছোট্ট করে বানাতে পারেন নার্সারি। বর্তমানে বহু মানুষ শখ করে ফুলের বাগান সাজান। সেক্ষেত্রে নার্সারির চাহিদা ব্যাপক। লাভজন কিছু ফুলের চাষ করে চাকরির পাশাপাশি ভালো আয় করতে পারেন।
- যদি ছাত্র পড়ানোর শখ থাকে তাহলে অফিস থেকে ফিরে কিংবা সকালে ঘন্টা দুয়েকের জন্য ছাত্র পড়াতে পারেন। বহু মানুষ আছেন যারা চাকরির পাশাপাশি কোচিং সেন্টার চালাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে ছাত্রদের পড়ানোর আগে সেই বিষয়ে আপনার প্রচুর জ্ঞান থাকতে হবে।
- ফুল গাছের মতোই পশু পাখি বাড়িতে পালন করা অনেকের শখ। চাইলে আপনি বাড়িতে পশু পাখি পালন করতে পারেন। এক্ষেত্রে খুব একটা সময়ের প্রয়োজন নেই এবং খরচও কম। প্রথমে কিছু টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। একবার এই ব্যবসা দাঁড়িয়ে গেলে দেখবেন বেশ ভালো টাকা আয় হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম