।। প্রথম কলকাতা ।।
Prabir Das-Geetashree Roy: : ফুটবলার প্রেমিকের চেয়ে বয়সে অনেকটাই বড় গীতশ্রী। তবে সেই পার্থক্য দুজনের প্রেমে বাধা তৈরি হতে দেয়নি। আর এবার জন্মদিনের সবুজের কোলে আদরে মাখামাখি দুজনের। গীতশ্রী থেকে তাঁর ফুটবলার প্রেমিক বয়সে কত ছোট জানেন? ফুটবলার প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী গীতাশ্রী রায়।
বাংলার ফুটবলার কেরালা এফসির দলের হয়ে মাঠ কাঁপান। তাই নিয়মিত কেরালায় যাতায়াত রয়েছে গীতশ্রীর। আরো একটা বসন্ত পার করলেন অভিনেত্রী। গীতশ্রীকে প্রেমে মুড়ে জন্মদিনের শুভেচ্ছা দেন প্রবীর। বার্থডে গার্ল কে দেখা গেল সাদা শর্ট ড্রেসে, হাতে জন্মদিনের কেক। প্রবীরের পরনে ছিল নীল সাদা প্রিন্টেড শর্টস আর একই রঙের টি-শার্ট।
উইকিপিডিয়ার কথা বলছে গীতশ্রী র জন্ম ১৯৯১ সালের ৩০শে মে। ৩৩ পূর্ণ করে ৩৪ শে পা দিলেন নায়িকা। অন্যদিকে ফুটবলার প্রেমিক বয়সে অনেকটাই ছোট তাঁর থেকে
১৯৯৩ সালের ডিসেম্বরে জন্ম প্রবীরের। সেই হিসেবে দুজনের বয়সের ফারাক প্রায় তিন বছর। তবে হ্যাঁ গীতশ্রী সঙ্গে প্রবীরের প্রেম পর্ব বর্তমানে জমজমাট হলেও তার একটা অতীত রয়েছে। ফুটবলার ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে বিয়ে করেছিলেন।বিয়ের কিছুদিন পরেই স্বামী প্রবীরের নামে গার্হস্থ হিংসার অভিযোগ তোলেন তনুশ্রী।
বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তাই প্রবীর কে ভালবাসি জানানোর পর কম ট্রোলড হননি গীতশ্রী।
যদিও এই ঘটনায় প্রেমিকের পাশে দাঁড়িয়ে গীতশ্রী বলেছিলেন প্রবীরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা প্রমাণিত হয়নি। ওর অতীতের কোন কথা শুনতে তিনি রাজি নন। তার জন্যই তো গীতশ্রীর জন্মদিনে প্রবীর লেখেন, ধন্যবাদ তোমাকে কঠিন সময় আমার পাশে থাকার জন্য আমাকে সমর্থন করার জন্য। তোমার এনার্জি তোমার ইতিবাচকতা আমার কাছে গোটা দুনিয়া। দীর্ঘদিন ধরে ফুটবলার প্রবীর দাসের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। তবে প্রথম দিকে বিষয়টি গোপন রেখেছিলেন। একবার বলেছিলেন প্রবীর খুব ভালো মানুষ।
আর সেই ভালো মানুষের সঙ্গে বাকি জীবনটা একসঙ্গে কাটিয়ে দেওয়ার পণ নিয়েছেন তিনি। যদিও তাদের ভক্তরা চান তারা যেন জলদি বিয়ের পিঁড়িতে বসে পড়েন। প্রবীর ও গীতশ্রীর ভক্তরা তাঁদের বিয়ে নিয়ে কথা বললেও এই জুটি আপাতত প্রেম করতেই ব্যস্ত। গীতশ্রী সঙ্গে প্রায় নিজের ছবি পোস্ট করেন প্রবীর। আর এখন তো টলিউডের সঙ্গে প্রবীরের বেশ ভালই যোগাযোগ হয়ে গিয়েছে এতদিনে। অভিনেতা-অভিনেত্রীদের ঘরোয়া আড্ডায় গীতশ্রী সঙ্গে হাজির থাকেন তিনিও। কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন সেটাই এখন দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম