।। প্রথম কলকাতা ।।
Divita Rai: এবারে ‘মিস ইউনিভার্স’-এর (Miss Universe) মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কর্নাটকের দিভিতা রাই (Divita Rai)। আগামী ১৫ জানুয়ারি অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ৮৫ জন প্রতিযোগীর সঙ্গে লড়বেন এই বঙ্গ তনয়া। কিন্তু এই দিভিতার আসল পরিচয় কী? মিস ইউনিভার্সের মঞ্চ পর্যন্ত তাঁর জার্নি কেমন ছিল? কতটা লড়াই করে এতদূর এসেছেন তিনি?
বয়স ২৩ বছর। ২০২২-এ মিস ডিভা ইউনিভার্সের খেতাব জিতেছিলেন। ২০২১-এ মিস ইউনিভার্স হয়েছিলেন হরনাজ সিন্ধু। তাঁর হাত থেকেই পুরস্কার নিয়েছিলেন দিভিতা। এবার তাঁর জুতোতেই পা গলাচ্ছেন তিনি। তাঁর সুন্দরতায় মুর্ছা যায় গোটা দেশ। ‘এবিপি’তে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মডেলিং করেন বছর ২৩-এর এই সুন্দরী। মুম্বইয়ের কলেজ থেকে স্থাপত্য শিল্প নিয়ে স্নাতক হয়েছেন। পড়াশোনা ছাড়া খেলাধুলা করতেও পছন্দ করেন। ব্যাডমিন্টন-বাস্কেটবল ভালোবাসেন। সেইসঙ্গে গান শোনা আর আঁকাতো রয়েছেই। এক কথায় দিভিতাকে মাল্টি ট্যালেন্টেড বললে, ভুল কিছু বলা হবে না। প্রতিবেদন অনুযায়ী, পড়াশুনার পাশাপাশি সমাজ সেবামূলক কাজে অংশ নেন তিনি।
টাইমস এন্টারটেইনমেন্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই সুন্দরী ললনা নিজের ব্যক্তিত্বকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ছোটবেলায় ছ’টি স্কুল পাল্টেছিলেন তিনি। ভ্রমণ করেছেন বিভিন্ন জায়গায়। তিনি জীবনের প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে বাঁচতে চান। ২০২১-এ ক্যানসার আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। একটি তহবিলও তৈরি করেছিলেন। যে সমস্ত শিশুরা নিজেদের চিকিৎসার খরচ যোগাতে পারেন নি, তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেন তিনি। সেইসঙ্গে মুখের স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত সচেতনতা তৈরি করতে নিজের খরচে ডেন্টাল কিট বিতরণ করেছিলেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ক কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। ১৯৯৪-এ মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন (Sushmita Sen)। তিনি দিভিতার অনুপ্রেরণা। এদিন মিস ইউনিভার্সের খেতাব জিতে দেশের মুখ উজ্জ্বল করবেন দিভিতা, আশা রাখছেন সবাই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম