।। প্রথম কলকাতা ।।
Kolkata to Dooars Bus: আপনি কি পুজোর আগেই চাইছেন পাহাড় কিংবা জঙ্গল ভ্রমণের স্বাদ নিতে? কিন্তু হাতে সময় খুব কম। কলকাতাতেও পুজোর আনন্দ করতে চান, আবার একটু কাছে পিঠে ঘুরে আসলে মন্দ হয় না। চিন্তা নেই। কলকাতায় বাসে চেপে সরাসরি পৌঁছে যাবেন ডুয়ার্সের জঙ্গলে। বিমানে যা ভাড়া তাতে অনেকেই ট্রেন পথের ভরসা করেন। কিন্তু সেখানেও রয়েছে হাজারো ঝামেলা। মাঝখানে নেমে গাড়ি বদল করতে হয়। এই ঝঞ্ঝাট আর থাকবে না। মহালয়া থেকেই শুরু হয়ে যাচ্ছে নতুন উদ্যোগ। কলকাতা থেকে সরাসরি ডুয়ার্সের জঙ্গল পর্যন্ত চলবে বাস।
এই বাস পরিষেবায় হোয়াটস অ্যাপের মাধ্যমে খুব সহজে জেনে নিতে পারবেন বাস ভাড়া। এছাড়াও অনলাইনে বাসের সিট বুকিং করার ব্যবস্থা রয়েছে। কলকাতা থেকে সরাসরি যাতে ডুয়ার্সের পর্যটকরা আরামে যেতে পারেন, তাও আবার কম খরচে, সেই লক্ষ্যেই নতুন উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে গেলে বিমানে করেও যেতে পারেন। ট্রেনে করেও যেতে পারেন। কিন্তু বিমানের ভাড়া অনেকটা বেশি ট্রেনের টিকিট পেলেও জায়গা পাওয়া মুশকিল। অপশনে রয়েছে বাস। কিন্তু সেক্ষেত্রে বাসে করে গেলে শিলিগুড়িতে নেমে আবার গাড়ি বদল করতে হয়। অথচ বাসের সংখ্যাও খুব একটা বেশি নয়, তাই সমস্ত দিক চিন্তা করে কলকাতা থেকে ডুয়ার্স পর্যন্ত সরাসরি বাস পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই রুটে কিন্তু আগেও বাস পরিষেবা চলাচল ছিল। কিন্তু চলত মাত্র একটা বাস। হঠাৎ করে সেই পরিষেবা বন্ধ হওয়ায় বিপদে পড়েন পর্যটক থেকে শুরু করে নিত্য যাত্রীরা। ট্রেনের টিকিট না পেলে ভরসা ছিল বাস। হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের বাড়তি টাকা খরচ হয়ে যাচ্ছিল। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন যাত্রীরা। মহালয়ার আগেই চালু হয়ে যাচ্ছে রুট। ইতিমধ্যেই অন্যান্য ডিপো থেকে বেশ কয়েকটি বাস চলে এসেছে আলিপুরদুয়ার শহরের ডিপোয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম