।। প্রথম কলকাতা ।।
Main Atal Hoon: অবিকল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো দেখতে লাগছে তাঁকে। ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যমে। কী সেই ছবি? এমন কী আছে তাতে? প্রথমে তাঁর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্য মনে করেছেন। তবে সেইসঙ্গে এটা তাঁর কাছে একটা বড় পরীক্ষা। তবে ‘ম্যায় অটল হু’ (Main Atal Hoon) সিনেমার ফার্স্ট লুকের ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)।
এর আগে বহু বিশিষ্ট ব্যক্তিত্বের বায়োপিক হয়েছে। যে তালিকায় নাম রয়েছে ক্রীড়া ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের। এবার সেখানে নাম জুড়েছে অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Bajpayee)। নতুন বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবি। এদিন ধুতি, কুর্তা আর জ্যাকেট পরে নজরে এসেছেন পঙ্কজ ত্রিপাঠি। ভিডিওয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে কবি, স্টেটসম্যান এবং জেন্টেলম্যান হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ফার্স্ট লুক শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আমি জানি যে অটলজির ব্যক্তিত্ব পর্দায় ফুটিয়ে তোলার জন্য আমার নিজের উপর কাজ করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস আমি নতুন ভূমিকার সঙ্গে সুবিচার করতে পারব’। পাশাপাশি এই ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ।
একইসঙ্গে অনুরাগ বসুর (Anurag Basu) ‘মেট্রো ইন দিনো’তে কাজ করছেন অভিনেতা। যেখানে রয়েছেন আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapoor), সারা আলি খান (Sara Ali Khan), অনুপম খের (Anupam Kher), নীনা গুপ্তা সহ অন্যান্য অভিনেতারা। এদিকে সন্দীপ সিং, স্যাম খান, কমলেশ ভানুশালী ও বিনোদ ভানুশালীর (Vinod Bhanushali) প্রযোজনায় অটলবিহারী বাজপেয়ীর বায়োপিকের পরিচালনায় রয়েছেন জাতীয় পুরস্কার যে পরিচালক রবি যাদব। ৫ দশকেরও বেশি সময় ধরে ভারতের জাতীয় সংসদের সদস্য ছিলেন এই ব্যক্তিত্ব। প্রথমে ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রীর পদ সামলেছিলেন। পরে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী হন এবং একটানা ২০০৪ পর্যন্ত তাঁর নেতৃত্বে দেশ চলেছে। এই দীর্ঘ সময়ে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বাজপেয়ী। রবিবার বাজপেয়ীর জন্মদিনে ছবির ফার্স্ট লুক সামনে এনেছেন অভিনেতা।
View this post on Instagram
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম