।। প্রথম কলকাতা।।
আর কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে লাগাতার আন্দোলনে সামিল তৃণমূল কংগ্রেস। বিধানসভায়ও এবার এসে পড়ল সেই আন্দোলনের আঁচ । এখন চলছে শীতকালীন অধিবেশন। চলতি মাসের ২৮, ২৯ ও ৩০ তারিখে অধিবেশন শেষে বিধানসভা বাইরে দলের বিধায়কদের ধরনায় বসার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে লোকসভা নির্বাচনের আগে যখন বাংলার মাটিতে শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গ বিজেপি, ঠিক তখনই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসেন তৃণমূল বিধায়করা। যে ধরনা বিক্ষোভে যোগ দেন খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। এদিন বিধানসভা চত্বরের ধরনায় কালো পোশাক পরে প্রতিবাদে সামিল হন তৃণমূল বিধায়করা। খোদ মুখ্যমন্ত্রীও নিজের গায়ে চড়িয়েছেন কালো রঙের চাদর।
অন্যদিকে, বেলা সাড়ে চারটে নাগাদ বিধানসভায় আচমকাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির হন ৷ কার্যত নজিরবিহীন ভাবে তৃণমূলের ধরনাস্থলের সামনে দিয়ে হেঁটে যেতে যেতে বিরোধী দলনেতা স্লোগান দিতে থাকেন ৷ দু’ পক্ষের স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পরে। উত্তেজনা নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত বিধানসভায় পৌঁছায় লালবাজারের বিশাল বাহিনী৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম