।। প্রথম কলকাতা ।।
Dharmendra: বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত অভিনেতা তিনি। তবে আজ যেখানে তিনি পৌঁছেছেন তার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে জীবনে। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর পরিশ্রম ও কষ্ট করেছেন বলিউডের হি-ম্যান। পঞ্জাবের লুধিয়ানা জেলার নাশরালি গ্রামে ১৯৩৫-এর আজকের দিনে জন্মেছেন অভিনেতা।
বাবা ছিলেন শিক্ষক, চেয়েছিলেন পড়াশুনায় মনোযোগী হোক ছেলে। কিন্তু ছোট থেকেই অভিনেতার প্রথম ভালবাসা ছিল অভিনয়। দিলীপ কুমার ও মতিলালের অভিনয় তাঁকে অনুপ্রাণিত করেছে এবং নিজের ভালোবাসাকেই পেশা বানাতে উদ্যোগী হন এই ব্যক্তি। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায়, রোজগারের জন্য মাঠে কাজ করেছেন। এরপর ১৯৫৮-তে ফিল্মফেয়ারের ট্যালেন্ট হান্ট কম্পিটিশনের জন্য চিঠি পাঠান। প্রতিযোগী হিসেবে নির্বাচিতও হন এবং নিজের প্রতিভাকে প্রমাণ করে প্রতিযোগিতা যেতেন।
প্রতিযোগিতায় আরও প্রতিভাবান অভিনেতাদের মাঝে নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরেছিলেন ধর্মেন্দ্র। বিমল রায়ের ‘বন্দিনী’ ছবিতে প্রথম কাজ করার সুযোগ পান। কিন্তু সেই কাজ করার পর বেকার হয়ে পড়েন। পরিচালকদের দরজায় দরজায় ঘুরে বেড়িয়েছেন কাজের জন্য। যদিও তাঁর বন্ধুরা তাঁকে অনেক সহযোগিতা করেছেন। তাঁর পাশে এসে দাঁড়ান শশী কাপুর।
১৯৬৬-তে ‘ফুল ও পাথ্থর’ সিনেমার মধ্যে দিয়ে বলিউডের ‘অ্যাকশন হিরো’র তকমা পান এই ব্যক্তিত্ব। এর পর ‘সীতা অউর গীতা’, ‘শোলে’, ‘দোস্ত’, ‘আজাদ’-এরর মত সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নেন। মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেন প্রকাশ কউরকে। তাঁর ছেলে সানি ও ববি দেওল এবং দুই মেয়ে ভিজেতা ও অজিতা। কিন্তু বিবাহিত থাকাকালীনই প্রেমে পড়েন হেমা মালিনীর। এমনকি হেমা মালিনীর জন্য মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র। হেমা মালিনীরর দুই মেয়ে এশা ও আহানা দেওল। নিজের ৬ সন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন, করেছেন ধর্মেন্দ্র। ৭০-৮০’র দশকে বলিউডের হট টপিক ছিল হেমা মালিনী ও ধর্মেন্দ্রর বিয়ে। কিন্তু তাঁদের বিয়ে মেনে নেন নি অভিনেত্রীর বাবা-মা।
এদিকে অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও দেখা গিয়েছে তাঁকে। ২০০৪-এ বিজেপির তরফ থেকে রাজস্থানের বিকানেরে ভোটে দাঁড়িয়েছেন তিনি। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’র মত সিনেমা তাঁর প্রযোজনায় তৈরি হয়েছে। এই প্রতিভাবান ব্যক্তিত্বকে জন্মদিনের শুভেচ্ছা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম