।। প্রথম কলকাতা ।।
Dev-Soumitrisha: বড় পর্দায় মুক্তি পেয়েছে দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য।তারকা সাংসদকে কেমন মানাবে ব্যোমকেশের চরিত্রে তা নিয়ে উৎকণ্ঠা ছিল দর্শকদের। কারণ ফেলুদা আর ব্যোমকেশ নিয়ে বরাবরই বাঙালির আবেগ ঊর্ধ্বমুখী। যখনই এই দুই গোয়েন্দা বড় পর্দায় এসেছে, হলে ভিড় জমিয়েছেন দর্শক। এবারেও তার অন্যথা হল না। শুক্রবার থেকেই হলে ভিড়। ওএমজি ২, গদর ২-এর মতো সিনেমার সঙ্গে টক্কর দিয়ে ভালোই ব্যবসা করছে ব্যোমকেশ। ১১ অগস্ট রাখা হয়েছিল সিনেমার প্রিমিয়ার। যাতে ছবির গোটা কাস্ট ছাড়াও হাজির ছিলেন টলিউডের বহু তারকা। ভক্তদের ভিড় ছিলও ছিল চোখে পড়ার মতো। ছিলেন দেবের পরের ছবির নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। তা সৌমিতৃষা দেবকে ‘ব্যোমকেশ’ হিসেবে দেখে কি জানালেন?
টলিউডের ‘ব্যোমকেশ’দের তালিকায় জুড়ল আরো এক নাম, দেব। নতুন প্রজন্মের ‘মহানায়ক’ ভিন্ন ধরণের ছবি শুরু করার পর থেকে এবার ‘ব্যোমকেশ’ এর জুতোতেও পা গলিয়ে ফেললেন। এর আগে উত্তম কুমার থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুজয় ঘোষ, যিশু সেনগুপ্তরা করেছেন এই চরিত্রে অভিনয়। এমনকি বলিউডেও হয়েছে ব্যোমকেশ। অভিনয় করতে দেখা গিয়েছে রজিত কাপুর, সুশান্ত সিং রাজপুতদের। ব্যোমকেশ হিসেবে দেব কেমন প্রশ্ন করা হলে সৌমিতৃষা জবাব দেন, ‘দেবদা-ই সেরা ব্যোমকেশ’। মিঠাই-নায়িকা আরও বলেন, ‘আমার মনে হয় যে বর্তমান সেই সেরা। আর এখন দেবদা-ই বর্তমান। সবার কথায় রাজি হয়ে যদি দেবদা আবার ব্যোমকেশ হিসেবে সামনে আসেন তখনও দেবদাই সেরা থাকবেন। আমার তো সবচেয়ে ভালো লেগেছে কী সুন্দর সত্যবতী প্রেগন্যান্ট বলে ব্যোমকেশের সিগারেট ছাড়া দেখানো হল।’ এরপর প্রধান নিয়ে প্রশ্ন করা হলে সৌমিতৃষা জবাব দেন, ‘আজকের প্রধান খবর ব্যোমকেশ। এখন লোক সেটাই দেখুক। আর প্রধান তো ডিসেম্বরে আসবে। আসলে দেবদা এমন একটা মানুষ, যাকে সব রকমের চরিত্রেই ভীষণ মানায়। নিজেকে এমনভাবেই তৈরি করে।’
এর আগে সৌমিতৃষাকে কেন প্রধানের জন্য বাছলেন সে প্রশ্ন করা হলে দেব জবাব দিয়েছিলেন, ‘দেখুন আজকাল আমি ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবিতে বেশি কাজ করছি।বাঘা যতীনে আমাকে ওঁর লুকে আসতে হেয়ার স্টাইল বদলাতে হয়েছে, চুলের স্টাইল বদলাতে হয়েছে, হাঁটাচলা নকল করতে হয়েছে। তেমনই আমরা চেয়েছিলাম ওঁর স্ত্রীর চরিত্রেও এমন কাউকে নেওয়া হবে যার সঙ্গে অনেক মিল আছে। আমরা সেসব লিখেই বিজ্ঞাপন দিয়েছিলাম।সেখান থেকেই সৃজাকে বেছে নেওয়া। প্রধানের ক্ষেত্রেও তাই। যে চরিত্রটা ওখানে রয়েছে, তার সঙ্গে সৌমিতৃষা খুব ভালো ফিট করে।’ প্রধান-এ আরও রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়। অগস্ট মাস থেকেই ছবির কাজ শুরুর কথা রয়েছে। আর সব ঠিক থাকলে ছবি মুক্তি পাবে ডিসেম্বর মাসে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম