।। প্রথম কলকাতা ।।
দেবের অভিনয় নিয়ে একটা সময় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অভিনয় জানে না! বাংলা উচ্চারণের মাথামুণ্ডু নেই বলা হয়েছে অনেক। এবার সেই অভিনয়কে হাতিয়ার করে সব কটাক্ষের মুখে ঝামা ঘষলেন তারকা সাংসদ। বাঘাযতীন দিয়ে দেবের নতুন জন্ম বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম। এমন কী কামাল করলেন চ্যালেঞ্জ -পাগলু ২ -র মতো সিনেমার হিরো? বাঘাযতীন ছবি তৈরি করতে গিয়ে ইতিহাস খুঁড়ে বার করেছেন পরিচালক অরুণ রায়। আর সেই পথ ধরে হেঁটে গিয়ে সঠিক গন্তব্যে পৌঁছেছেন দেব।
পাগলু, চ্যালেঞ্জ-এর মতো ছবির করেছেন তখন অনেকেই বলতেন দেব এই ধরনের ছবি ছাড়া পারবেন না। নিজের গণ্ডি ভেঙে এগিয়েছেন তবে প্রথমেই ছক্কা মারতে যাননি। টনিক, প্রজাপতির মতো ছবিকে বেছে নিয়েছেন। এরপর আরও অনেক বেশি সাহসী চরিত্র ব্যোমকেশ এবং দুর্গরহস্য ছবিতে ব্যোমকেশের চরিত্রে। এরপরই দেব মাঠে নেমে বাঘাযতীনে। যেন আকাশ ছুঁলেন বলছেন সিনেপ্রেমীরা। বাঘাযতীনের মতো তিনিও বীর, তিনিও সাহসী “যতীন মুখার্জি হয় লড়ে, না হয় মরে। কিন্তু ধরা পড়ে না!” বাঘাযতীনের চরিত্রে হুঙ্কার দেবের।
নিজের জীবনের অনেকটা সময়ই মুম্বইতে কাটিয়েছেন দেব। আর আজ সেখানকারই নামী হল গেটি গ্য়ালাক্সিতে মুক্তি পেল এই ছবি। সাবজেক্ট চরিত্র যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘাযতীন। বাঘাযতীনের ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের যাত্রাপথে পর্দায় এসেছেন। বারীন ঘোষ থেকে রাসবিহারী বসু, কারতার সিং থেকে চারুচন্দ্র বসু চিত্রনাট্যে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ নজর কেড়েছেন বাঘাযতীনের দিদির ভূমিকায় সুদীপ্তা চক্রবর্তী, বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালার চরিত্রে নবাগতা সৃজা দত্তের অভিনয়ও বেশ ভাল। ছবিতে খুব কম সময়ের জন্য ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সমিউল আলম। কাঁচা বয়সেই যে তিনি পাকা অভিনেতা, তা বুঝিয়ে দিয়েছেন।
বাংলা সিনেমার ইতিহাসে বোধহয় এই প্রথম-মাঝ রাতে দর্শকদের উপর আস্থা রাখছে কোনও সিনেমা হল। প্রিয়া সিনেমা হলের সুবাদে এক নতুন শো-টাইম শুরু। সময় রাত ২টো ৪০ মিনিট। এই সময় দেবের ছবি বাঘা যতীন দেখানো হচ্ছে।তবে সারা বছর নয়, শুধুমাত্র পুজোর পাঁচদিন প্রিয়া সিনেমা হলে এই সময়ে ছবি দেখানো হবে।চলতি বছরেও লড়াইটা একদমই কম নয়। এই বছর চারটি ছবি মুক্তি পেয়েছে। দেব অভিনীত বাঘা যতীন, কোয়েলের মিতিন মাসি, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত দশম অবতার এবং রক্তবীজ। তবে সিনেপ্রমীরা বলছেন। বাঘাযতীন দেখে ভারতীয়দের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস নিয়ে নতুন করে আগ্রহ জন্মাল। সত্যিই পুজোয় বড়পর্দায় বড় ঝড় তুলতে আবার স্বাধীনতা সংগ্রামী রূপে হাজির হলেন দেব।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম