।। প্রথম কলকাতা ।।
KMC: বিগত কয়েক মাস ধরে গোটা রাজ্য জুড়ে ডেঙ্গি যে পরিস্থিতি সৃষ্টি করেছিল তা পুরসভা থেকে শুরু করে স্বাস্থ্য দফতর সব জায়গাতেই উদ্বেগ সৃষ্টি করেছিল। শহর কলকাতাতেও ডেঙ্গির ব্যাপক প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। যার উৎস হিসেবে যত্রতত্র ফেলে রাখা আবর্জনাকে দায়ী করেছিল পুর নিগম। এরপরে বহুবার পুরসভার কর্মীরা সেই বিভিন্ন জায়গায় ফেলে রাখা আবর্জনা পরিষ্কার করেছে। এছাড়াও আশেপাশের বাসিন্দাদের এই নিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তাকে তোয়াক্কা না করায় এবার কলকাতা পৌরসভার তরফ থেকে জরিমানার নোটিশ পাঠানো হল বেশ কয়েকজন এলাকাবাসীকে।
উত্তর কলকাতার বেলগাছিয়া থেকে শুরু করে দক্ষিণ কলকাতার কায়স্থ পাড়া, অর্থাৎ এক কথায় বলতে গেলে গোটা কলকাতা জুড়ে যেখানেই ফাঁকা জমি দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের বাসিন্দারা সেখানেই তাদের প্রতিদিনের পরিত্যক্ত ময়লা স্তূপাকারে রেখে চলে যাচ্ছেন। এর ফলে নতুন করে মশার উপদ্রব সৃষ্টি হচ্ছে। এই বিষয়টিতে কড়া নজরদারি রেখেছিল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছিলেন, যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য। আর সেই সিসিটিভি ক্যামেরা লাগাতেই পর্দা ফাঁস।
দেখা গেল ওই এলাকার আশেপাশের বাসিন্দারাই যথেচ্ছ ভাবে নিজেদের বাড়ির আবর্জনা ফেলে যাচ্ছেন ফাঁকা জায়গায়। আর তারপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ধরে ধরে চিহ্নিত করা হয় প্রত্যেককে। তাদেরকে পাঠানো হয় জরিমানা নোটিশ। ইটিভি ভারত বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এইরকমভাবে বিগত দু মাসে মোট হাজার থেকে বারোশো জনকে কলকাতা পৌরসভা জরিমানার নোটিশ পাঠিয়েছে। যা এক কথায় প্রশংসার যোগ্য। কিন্তু তারপরেও সাধারণ মানুষের সচেতনতা কিছুতেই বৃদ্ধি করা যাচ্ছে না। মশা বাহিত রোগ ক্রমশ বেড়ে চলেছে শহর কলকাতার বুকে।
ডেঙ্গিতে একের পর এক প্রাণনাশের ঘটনা ঘটেছে এই শহরেই। তবে তারপরও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা এতটুকুও জাগরিত হয়নি। পৌরসভার তরফ থেকে বারে বারে প্রচার অভিযান চালানো হয়েছে , ক্যাম্পেইন করা হয়েছে। কিন্তু তেমন কিছু ফল পাওয়া যায়নি। যার কারণে এবার যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। সোজা নির্দেশ অমান্যকারীদের হাতে ধরানো হয়েছে জরিমানার নোটিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম