।। প্রথম কলকাতা।।
Projapoti Box office Collection: দেব – মিঠুন চক্রবর্তীর যুগলবন্দীতে প্রজাপতি কতটা দর্শকদের হৃদয় ছুঁতে পারবে তা নিয়ে প্রথম থেকেই একটা চাপা উৎসাহ ছিল। ২৩ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় প্রজাপতি । যদিও এই ছবিটি নন্দনে শো না পাওয়ার কারণে একাধিক বিতর্কে জড়িয়েছিল। কিন্তু সেইসব বিতর্ক সহ ওটিটি কন্টেন্টের রমরমাকে এক পাশে সরিয়ে রেখে নিজের রঙ মেলে ধরতে সক্ষম হয়েছে এই বাংলা ছবিটি। কলকাতা থেকে শুরু করে একাধিক জেলার সিনেমা হল গুলিতে প্রজাপতির ( Projapoti) শো রয়েছে।
আর তার থেকেও বড় বিষয়টি হল এই ছবিকে নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে যে ক্রেজ তৈরি হয়েছে তা প্রজাপতিকে বক্স অফিসে ( Box Office) অনেকটাই উঁচু পর্যায়ে বসিয়েছে। দু সপ্তাহে বক্স অফিস কালেকশন দুর্দান্ত বলা যায়। প্রথম দিন থেকেই মিঠুন ( Mithun) , মমতা শঙ্কর এবং দেব অভিনীত এই সিনেমা বক্স অফিস কাঁপিয়ে এসেছে । দর্শক যে বাংলা সিনেমার পাশে দাঁড়ায় সেটা প্রমাণ করে দিতে পেরেছে প্রজাপতি। কিন্তু সে ক্ষেত্রে চিত্রনাট্য যে ভালো হতে হবে তার একটা দারুণ উদাহরণ তৈরি করেছে এই ছবিটি। কিন্তু দু সপ্তাহে কত টাকা কামিয়েছে প্রজাপতি ?
দেবের টিমের তরফ থেকে প্রথম দু সপ্তাহে প্রজাপতির আয় সম্বন্ধে যা জানানো হয়েছে, সেটি হল ২ কোটি ১৭ লক্ষ টাকা ব্যবসা হয়েছে প্রথম সপ্তাহে। আর দ্বিতীয় সপ্তাহে ব্যবসা হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ টাকা। অর্থাৎ দুটো সপ্তাহ মিলিয়ে বক্স অফিসে এই ছবি এখনও পর্যন্ত আয় করতে পেরেছে ৫ কোটি ২ লক্ষ টাকা । তার মধ্যে শুধুমাত্র ১ জানুয়ারি এই ছবিটি এক কোটি টাকারও বেশি ব্যবসা করে বলে জানা যায়। নতুন বছরে দেবের প্রজাপতি: সার্চ ফর আ ফ্রেন্ড দারুন মুনাফা লাভ করেছে এ কথা বলাই বাহুল্য।
আর প্রজাপতির ব্যবসা সম্পর্কে সিনেমা হলের মালিকদের মুখ থেকেও প্রশংসাই শোনা গিয়েছে । প্রথম দুটি সপ্তাহ কম বেশি প্রায় হাউজফুল ছিল এই সিনেমার শো গুলি। এই সপ্তাতেও চাহিদা তেমন থাকবে বলেই মনে করছেন হল মালিকরা । তবে হাউজফুল হবে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। যেখানে বলিউডে বয়কট ট্রেন্ডের কবলে পড়ে মোটা বাজেটের সিনেমাগুলি মুখ থুবড়ে পড়ছে সেখানে বাবা এবং ছেলের একটা গল্প বাঙালি দর্শকদের মনের আঙিনায় খুব ভালোভাবেই জায়গা করে নিতে পেরেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম