।। প্রথম কলকাতা ।।
Fire in Delhi: ভয়াবহ অগ্নিকাণ্ড পুরনো দিল্লির চাঁদনি চকের ভগীরথ প্যালেস মার্কেটে। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই একের পর এক দোকান। ক্ষতি হয়েছে মার্কেটের দোতলা বিল্ডিং-এর একাংশের। ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৪০টি ইঞ্জিন। গতকাল রাতভর চেষ্টার পরও পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি। শুক্রবার সকালেও নতুন করে আগুন নেভাতে লড়াই জারি রাখেন দমকল কর্মীরা। এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে সমস্যা হয় আগুন নেভাতে। কিন্তু কীভাবে লাগলো এই আগুন?
দমকলকর্মীরা জানিয়েছেন, গোটা মার্কেট জুড়ে রয়েছে ছোট ছোট পকেট ফায়ার। মাঝেমধ্যেই যা নতুন করে জ্বলে উঠে বিধ্বংসী আকার নিচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। দমকল বাহিনীর কথায়, যে অঞ্চলে আগুন লেগেছে সেখানে রাস্তাঘাট অত্যন্ত সরু। যার ফলে ঠিকঠাক ভাবে কাজ করা সম্ভবপর হয়ে উঠছে না। যেহেতু রাতে আগুন লেগেছে, তাই মার্কেটে বেশি কেউ ছিলনা। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে ভেবেছিলাম। কিন্তু তা হয়নি। পকেট ফায়ারের কারণে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। উল্লেখ্য, অগ্নিকাণ্ডের সময় গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। খবর পেয়েই বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পৌঁছান প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ হর্ষবর্ধন। তাঁর চোখের সামনেই মার্কেটের দোতলার একাংশ ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, মার্কেটের দুটি ফ্লোর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভাতে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং মেশিন নিয়ে আসে দমকল বাহিনী। চলতি মাসের প্রথমেই রাজধানীর একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ঝলসে মৃত্যু হয় দু’জনের। এর আগেও সেই প্লাস্টিক কারখানায় আগুন লেগেছিল। এবার এদিনের ঘটনায় সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যেহেতু অগ্নিকাণ্ডটি হয়েছে রাতে, মার্কেটে তেমন কেউ উপস্থিত ছিল না সেই সময়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম