।। প্রথম কলকাতা।।
Shakib Khan : বাংলাদেশের অভিনেতা সাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। ইতিমধ্যেই আদালত মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। রহমত উল্লাহর আইনজীবী হোসেন ভূঁইঞা এই বিষয়টি নিশ্চিত করেছেন । এর আগে শাকিব খানের বিরুদ্ধে ১৫ মার্চ ধর্ষণ, সহ একাধিক অভিযোগ এনেছিলেন রহমত উল্লাহ। এমনকি এ বিষয়ে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন তিনি।
কিন্তু কেন এই মামলা?
শাকিব তাঁর (পড়ুন রহমত উল্লাহ) বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন বা বক্তব্য করেছেন সেগুলো মানহানিকর। এটার কারণে তিনি ভীষণই বিরক্ত বোধ করেছেন। সেই কারণেই এই মামলা করেছেন রহমত।
প্রসঙ্গত , বাংলাদেশের অভিনেতা সাকিব খান রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করে বলেছিলেন , ‘আদালত আমার অভিযোগ দেখেছেন এবং আমলে নিয়েছেন। আমরা সবাই খুব আনন্দিত। আমি আশা করছি, আদালতে ন্যায় বিচার পাব,’ জানা গেছে , এর আগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ১ লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা দায়ের করেন শাকিব খান। তাঁর করা মামলাটিও তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। ওই মামলায় ২৬ এপ্রিল রহমত উল্লাহকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত।