।। প্রথম কলকাতা ।।
Debashree Roy: রাজনীতিতে যোগ দেওয়ার পরে কাজ কমিয়ে দিয়েছিলেন দেবশ্রী। হঠাৎই হাজির হলেন কেমিস্ট্রি মাসি রূপে। মাত্র ৯ মাসেই শেষ হয়েছে সর্বজয়া! এবার নতুন চ্যালেঞ্জ দেবশ্রীর ৬২ বছরে আবার নিজেকে প্রমাণ করার লড়াই? রাজনীতিতেও দাঁড়ি টেনেছেন দেবশ্রী। এবং তারপর ফের ফিরে এসেছিলেন অভিনয়ে। তবে সিরিয়ালে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। আট-নয়ের দশকের অভিনেত্রীকে ঠিক মেনে নেননি দর্শকরা। ফলত অল্পদিনেই টিআরপি তলানিতে। যার ফলে সর্বজয়া সিরিয়াল বন্ধ।
আবার লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছিলেন দেবশ্রী। ৬২ বছর বয়সে নতুন চ্যাপ্টার শুরু করছেন। রসায়নের পাঠ দেবেন দেবশ্রী রায়। রসায়নকে বড্ড ভালোবাসেন তাই তো রান্নার ভিডিয়োর মাধ্যমে কেমিস্ট্রির প্রতি ভালোবাসা দেখান। রান্নাঘরেই ব্ল্যাকবোর্ড আর চক নিয়ে রেডি । দেবশ্রীর মেয়ের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা দত্তকে। তাঁর চরিত্রের নাম পুলমা। সর্বজয়া ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেবশ্রী রায়ের থাকার কথা শুনে একপ্রকার রে রে করে তেড়ে এসেছিলেন কিছু মানুষ।স্টার জলসার শ্রীময়ীকে টেক্কা দিতে তাঁর নকল করে সর্বজয়া তৈরি হয়েছে। বলেছিলেন দর্শকদের একাংশ।
শ্রীময়ীতে ইন্দ্রানী হালদারের অভিনয়কে যেভাবে সহজ করে নিয়েছিলেন দর্শকরা সর্বজয়া দেখে তা পারেননি। কোথাও যেন চরিত্রের সাথে জড়তা রয়ে গিয়েছিল দেবশ্রী রায়ের বলেছেন অনেকেই, তা গল্পের জন্যও হতে পারে। একসময় খ্যাতির শিখরে ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। তাঁর নাচের সুখ্যাতি রয়েছে সারা বাংলাজুড়ে। অভিনয় ছেড়ে মাঝে বেশ কিছু বছর রাজনীতিতে যাওয়ার পর থেকেই সেই আগের দেবশ্রীকে কোথাও যেন হারিয়ে ফেলেছেন দর্শকরা। যদিও নিজেকে চরিত্রের সাথে মিলিয়ে নিতে কম চেষ্টা করেননি। তাই প্রথম প্রথম সর্বজয়া টিআরপি তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছিল কিন্তু মাত্র ৯ মাসেই শেষ হয়ে যায় সেই সিরিয়াল। কিন্তু এককালের জনপ্রিয় অভিনেত্রী এবার ফিরছেন সম্পূর্ণ অন্যরূপে। দেবশ্রী রায় আগেও বহু চ্যালেঞ্জ জয় করে দেখিয়েছেন। আবার নতুন পরীক্ষা।
এবার তিনি সৌরভ চক্রবর্তীর হাত ধরে ওয়েব সিরিজের জগতে পা রাখলেন। ট্রেলরে দেখা যাচ্ছে ডান হাতে স্মার্ট ওয়াচ, রান্নাঘরে দেবশ্রী রায় সর্বজয়ার পর এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়াচ্ছন দেবশ্রী। ১৯৬৬ সালে পাগল ঠাকুর ছবি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন দেবশ্রী। তরুণ মজুমদারের কুহেলি ছবি এনে দেয় জনপ্রিয়তা। নায়িকা হিসেবে দেবশ্রীর প্রথম ছবি ছিল ১৯৭৮ সালের নদী থেকে সাগরে। এরপর একের পর এক হিট ছবি দিতে থাকেন দেবশ্রী। অসাধারণ অভিনয় দিয়ে লোকের মুখে জায়গা করে নিতে শুরু করেন তিনি। এরপর ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ১৯৯৪ সালের বাংলা সিনেমা উনিশে এপ্রিল দিয়ে জাতীয় পুরস্কার পান। এবার অভিনেত্রীর নিজেকে নিয়ে নতুন এক্সপেরিমেন্ট শুরু।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম