।। প্রথম কলকাতা ।।
Salman Khan: বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানের (Salman Khan) কাছে বারংবার হত্যার হুমকি (Death Threat) আসছিল। এবার হুমকি দেওয়া এক তরুণকে গ্রেফতার(Arreste) করল পুলিশ। সলমন খানকে উদ্দেশ্য করে রীতিমত হুমকি দিয়ে বলা হয়েছিল, সিধু মুসেওয়ালার মতোই অবস্থা হবে। তারপর বিষয়টি নিয়ে তদন্তে নামে যোধপুর (Jodhpur) এবং মুম্বাই (Mumbai) পুলিশ। তাদের যৌথ উদ্যোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তরুণকে।
সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের ধাকর রাম বিষ্ণই নামক এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, ইমেইল করে সলমন খানের উদ্দেশ্যে রীতিমত হুমকি দেওয়া, হয়েছিল। যেখানে লেখা হয়েছিল, মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে। পাশাপাশি দাবি ছিল সলমন খানের সঙ্গে তিনি নাকি সামনাসামনি দেখা করতে চান। অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে। বয়স মাত্র ২১ বছর। হুমকি ইমেইলের পর বান্দ্রা থানায় ১৮ই মার্চ একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। মুম্বাই এবং যোধপুর পুলিশের যৌথ উদ্যোগে একটি বিশেষ টিম গঠন করা হয়। জানা যায়, অভিযুক্ত ওই যুবক যোধপুরের লুনি এলাকায় থাকেন।
যখনই সলমন খানের উদ্দেশ্যে হুমকির চিঠি এসেছিল তখন থেকেই তাঁর নিরাপত্তা আগের থেকে অনেক বেশি আঁটোসাঁটো করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। অনেকেই মনে করছেন, অভিযুক্ত গ্রেফতারের পর কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন সলমন খান। জানা যায় পাঞ্জাব পুলিশের ওয়ান্টেড তালিকায় এই অভিযুক্তের নাম রয়েছে। পুলিশ তার অপরাধমূলক রেকর্ড খতিয়ে জানতে পারে, ওই তরুণের বিরুদ্ধে নাকি ২০২২ সালে অস্ত্র আইনে যোধপুরের একটি মামলা দায়ের হয়েছিল। সালমান খানের মামলায় তাকে গ্রেফ তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ ধৃতকে হেফাজতে নিয়েছে। মুম্বাই নিয়ে যাওয়ার কিছুক্ষণের পর অভিযুক্তকে নিয়ে যাওয়ার জন্য থানায় আসে পাঞ্জাব পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম