।। প্রথম কলকাতা ।।
Weather update: আজ মোটামুটি পরিষ্কার থাকবে শহরের আকাশ। এরই সঙ্গে সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, এবং কালিম্পং-র কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। বাকি সব জেলায় আবহাওয়া বেশ শুকনো থাকবে। আগামী ৪ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা দেবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।এ রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
শীত (Cold) ফেরার ইঙ্গিত না থাকলেও আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানা গিয়েছে আবহাও দফতরের পক্ষ থেকে। এরপর চলতি মাসের ১৫ তারিখের পর থেকে আর শীতের দেখা মিলবে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন আরও জানিয়েছে, ২৪ ঘণ্টার জন্য পারদের পতন হলেও পরবর্তীতে ফের তা বাড়তে চলেছে গোটা বাংলা জুড়ে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম