।। প্রথম কলকাতা ।।
IPL 2023: ৮ এপ্রিল শনিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) তৃতীয় ব্যাটার হিসেবে ৬,০০০ রান করলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের (DC) ম্যাচে এই কৃতিত্বটি সম্পন্ন করেন অজি তারকা।
Milestone unlocked 🔓@davidwarner31 completes 6️⃣0️⃣0️⃣0️⃣ runs in the IPL 🫡#TATAIPL | #RRvDC pic.twitter.com/7PkLNTVpcY
— IndianPremierLeague (@IPL) April 8, 2023
টুর্নামেন্টের ইতিহাসে ৬ হাজার রান করে ব্যাটারদের তালিকায় শিখর ধাওয়ান ও বিরাট কোহলির সঙ্গে একই আসনে জায়গা করে নিয়েছেন ওয়ার্নার। পাশাপাশি বাঁ-হাতি এই অজি ব্যাটার প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে মাইলফলকে পৌঁছেছেন। ওয়ার্নার ১৬৫ ইনিংসে আইপিএলের ইতিহাসে দ্রুততম ৬,০০০ রান সম্পন্ন করেছেন। বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান যথাক্রমে ১৮৮ এবং ১৯৯ ইনিংসে মাইলফলক অর্জন করেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০০৯ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলা শুরু করেন ডেভিড ওয়ার্নার। তারপরে, তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলে যোগ দেন। তার অধিনায়কত্বেই ২০১৬ সালে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হায়দ্রাবাদ। ২০২১ সালে ওয়ার্নার সানরাইজার্সের সঙ্গে একটি বিতর্কে জড়িয়ে পড়েন। যার কারণে ২০২২ সংস্করণের নিলামের আগে ছেড়ে দেয়। এরপর ২০২৩ সালে, ঋষভ পন্থের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব পান।