।। প্রথম কলকাতা ।।
Vande Bharat Express: শখ ছিল বন্দে ভারত (Vande Bharat) ট্রেনে উঠে একটা সেলফি (Selfie) তুলবেন। সেই সেলফি তোলার শাস্তি যে কি হতে পারে তা এই ব্যক্তি ভাবতেও পারেননি। তাকে যেভাবে নাজেহালা হতে হয়েছে, হয়ত দ্বিতীয়বার আর কোনদিন এমন কাজ করবেন না। সেলফি তুলতে ট্রেনে উঠেছিলেন। তারপর দরজা স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায়। তখনই ঘটে বিপত্তি। ট্রেন নিজের নিয়মে দৌড়াতে থাকে। তখন সেই ব্যক্তির সেলফি তোলার ভূত একেবারে মাথায় উঠেছে। তিনি ভয় পেতে থাকেন। ভাবেন হয়ত বিনা টিকিটে (without ticket) ট্রেনে ওঠার জন্য মোটা টাকার জরিমানা কিংবা শাস্তি হতে পারে। অবশেষে তাকে নামতে হয়েছে পরের স্টেশনে গিয়ে।
ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের (Andhra Pradesh) রাজামুন্দ্রি স্টেশনে। গত ১৬ ই ডিসেম্বর বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস রাজামুন্দ্রি রেল স্টেশনে পৌঁছালে এক ব্যক্তি সেলফি তুলতে ট্রেনে ওঠেন। সেলফি তোলা শেষ না হতেই ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায়। তারপর ট্রেনটি যথানিয়মে চলতে থাকে। তারপরে থামার কথা বিজওয়াড়া স্টেশনে। ততক্ষণে ওই ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। তিনি বারংবার জানতে চান ট্রেনটি পরের কোন স্টেশনে গিয়ে থামবে। টিকিট পরীক্ষক তাকে আশ্বস্ত করেন, তবে কোন জরিমানা করেননি। কারণ তিনি অনিচ্ছাকৃত ভাবে ট্রেনে আটকে পড়েছিলেন।
মকর সংক্রান্তি উপলক্ষে গত রবিবার সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম এই বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসটি সূচনা করা হয়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দেশে মোট আটটি বন্দে ভারত এক্সপ্রেস যাত্রাপথের সূচনা করেছেন। বন্দে ভারতের বৈশিষ্ট্য এবং গতি নজর কেড়েছে দেশবাসীর। এমনকি রেলমন্ত্রী বন্দে ভারত সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, এই ট্রেনটির যাত্রা নাকি বিমানের থেকেও বেশি আরামদায়ক। দক্ষিণ ভারতে বন্দে ভারতের যাত্রাপথ অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানাকে যুক্ত করেছে। এর দূরত্ব পথ প্রায় ৭০০ কিলোমিটার। এই ট্রেনটির মোট আসন সংখ্যা প্রায় ১,১২৮টি। ১৪ টি এসি চেয়ারকার কোচের পাশাপাশি রয়েছে ২টি এক্সিকিউটিভ এসি চেয়ারকার কোচ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম