।। প্রথম কলকাতা ।।
Nail Extensions: শখ করে নেল এক্সটেনশন করছেন। কেউ আবার বিয়ের আগে নানা রঙ দিয়ে সাজিয়ে তুলছেন নখ। কিন্তু নখ ভালো আছে কিনা সে খেয়াল রেখেছেন? নেল আর্ট বা নেল এক্সটেনশনে লুকিয়ে কোন বিপদ? এত টাকা খরচ করার আগে দুবার ভাবুন। সুন্দর দেখাতে গিয়ে বড় বিপদ ডেকে আনছেন না তো?
প্রতিটি মেয়েই সুন্দর এবং রঙিন নখ পছন্দ করে। এখন নেল আর্টের ট্রেন্ড। নখ বড় করা সব সময় সম্ভব নয়। অনেকের আবার দাঁত দিয়ে নখ কাটার স্বভাব। এই সমস্যায় নেল এক্সটেনশন যাকে বলে একেবারে সেরা সলিউশন। বিশেষ করে বিয়ের আগে প্রত্যেকটি মেয়ে নেল আর্ট করছেন। আবার নখ বাড়াতে না পাড়ার কারণে কৃত্রিম নখেই আসল নখ পাওয়ার সাধ পুরণ করছেন অনেকে। কম করে হাজার টাকা খরচেই ইচ্ছেপূরণ
কিন্তু জানেন কি? নেল আর্ট ও এক্সটেনশন করেই নখের কত বড় ক্ষতি করছেন? খেয়াল করে দেখেছেন? আপনার নখ পচে যাচ্ছে না তো?
নেল পার্লারে আপনার নখের উপর কৃত্তিম নখ লাগিয়ে দেওয়া হচ্ছে। তাতেই আসল বিপদ। নখের উপর আঠা দিয়ে কৃত্রিম নখ বসিয়ে দেওয়া হয় তার উপর নানা কারুকাজ করা হয়। বিশেষজ্ঞদের মতে নেল আর্টের পলিশে থাকে মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ
যেটা আপনার নখের বারোটা বাজাচ্ছে। ওই রাসায়নিকেই নখের মান খারাপ হতে থাকে। আপনার ত্বক যদি সেনসেটিভ হয় তাহলে নেল এক্সটেনশন থেকে দূরে থাকুন। মত বিশেষজ্ঞদের একাংশের।
সেনসিটিভ স্কিন হলে নখের দিকেও নজর দিতে হবে। নেল এক্সটেনশন করার সময় নখের উপর আঠা, জেল, রঙ, পলিশ ব্যবহার করা হয়। এগুলো আপনার নখ ও ত্বকের জন্য ভাল নাও হতে পারে। নানা রাসায়নিকে নখের কিউটিকলগুলো নষ্ট হয়ে যায়। নখে এক্সটেনশন লাগানোর সময় ঘণ্টা ২-৩ সময় লেগে যায় অনেক মহিলারই ধৈর্য থাকে না তাঁরা তাড়াহুড়ো করতে থাকেন তাতেই আরও বিপত্তি হয়। এক্সটেনশন উঠে আসে অল্প সময়ের মধ্যেই। তখন নখের পরত উঠে আসে অনেকসময়।
কৃত্তিম নখ যে সব সময় ভালো থাকবে এমনটা কিন্তু নয়। সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত ভাল থাকে। সুতরাং চাইলেই যে আপনি এটা খুলে ফেলতে পারবেন এমনটা নয়। কৃত্রিম নখ খোলার জন্য বিশেষ রিমুভার রয়েছে। বেশ ভালো টাকা খরচ করে নেল এক্সটেশন করছেন আবার তা তোলার জন্যও আরও একবার খরচ। সব জেনে শুনে তবেই সিদ্ধান্ত নিন।
কয়েকটা জিনিস মাথায় রাখুন নেল এক্সটেনশনের ক্ষেত্রে অ্যাক্রাইলিক ও জেল এক্সটেনশন হয়। অ্যাক্রাইলিকে নখের দৈর্ঘ্য অনুযায়ী নখের উপর আঠালো উপকরণ, পাউডার ও তরল পদার্থ প্রয়োগ করা হয়। জেল এক্সটেনশনের ক্ষেত্রে তা হয় না। জেল এক্সটেনশনে একটি মিশ্রণ ব্যবহার করা হয়। নখকে ভাল রাখতে চাইলে জেল এক্সটেনশন করানোই বুদ্ধিমানের কাজ। আর অবশ্যই মনে রাখবেন হাতে নেট আর্ট করে কিংবা এক্সটেশন পরে ভাত মেখে খাবেন না। ভাত মাখার সময় নখ খুলে আসতে পারে। সেই নখ সোজা চলে যেতে পারে আপনার পেটে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম