।। প্রথম কলকাতা ।।
Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। IMD জানিয়ে দিল ঘূর্ণিঝড় মোকা ঠিক কতটা শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গ এযাত্রায় বেঁচে যাবে? লালবাজার খুলে ফেলল কন্ট্রোল রুম। বিপদে পড়লে কোন নম্বরে ফোন করবেন? ঘূর্ণিঝড় মোকার যতক্ষণ না ল্যান্ডফল হচ্ছে ঘূর্ণিঝড় মোকার ততক্ষণ আশঙ্কার কোনও শেষ নেই৷
মিনিটে মিনিটে বদলে যাচ্ছে প্রেডিকশন। বাংলা এযাত্রায় বেঁচে যেতে পারে। বেঁচে যেতে পারে অন্ধ্রপ্রদেশও। কিন্তু বাংলাদেশ নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? রবিবার ৭ মে থেকে বাংলায় বাড়বে গরম। মঙ্গলবার থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে গোটা বাংলাজুড়ে। এমনকি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এর মানে ঘূর্ণিঝড়ের জেরেও পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে না? পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্র লাগোয়া অংশে মোকার সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
‘মডেল অ্যানালিসিস’-এর ভিত্তিতে মৌসম ভবন জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় ৮ মে-র পর শক্তি বাড়াবে। তা পরিণত হতে পারে প্রবল থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় মোকার ল্যান্ডফল বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূল হতে পারে বলে অনুমান করা হচ্ছে সে ক্ষেত্রে খানিকটা হলেও রক্ষা পেতে পারে পশ্চিমবঙ্গ। বাংলার কান ঘেঁষে বেড়িয়ে যাতে পারে মোকা। তবে দেশের মৌসম ভবন এখনও তার গতিপথ পুরোপুরিভাবে সুনিশ্চিত করেনি। বুধ বৃহস্পতিবারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত।
বাংলা তবুও একেবারেই হাল ছেড়ে দিচ্ছে না। শেষ পর্যায়ে ঘূর্ণিঝড় যদি আছড়ে পড়ে। সেক্ষেত্রে কী ভাবে উদ্ধার কাজ করা হবে তার একটি নির্দিষ্ট মহড়াও করা হয়েছে। ৭ তারিখ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করছে লালবাজারও।
94326 10450 (হোয়াটসঅ্যাপ),
2214 1890
2250 5033
2250 5044
2250 5146
নম্বরে ফোন করলে বিপদে আটকে পড়া মানুষরা সাহায্য পাবেন।
শুধু বাংলাই নয়। মোকার মোকাবিলায় সতর্ক বাংলাদেশও
সেখানেও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এবার দেখার মোকার পরবর্তী আপডেটে ল্যান্ডফলে সঠিক জায়গা জানতে পারা যায় কিনা৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম