।। প্রথম কলকাতা ।।
Mandous Update: চলতি বছরে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়ার দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড় হল মন্দৌস। যদিও বৃহস্পতিবার অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল এটি। কিন্তু শুক্রবার তার শক্তি ক্ষয় হয়েছে। স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। তবে তামিললাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্র উপকূলে এর প্রভাব যে যথেষ্ট পড়তে পারে তা নিয়ে কোনরকম সন্দেহ নেই। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল অন্ধপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে আগে থেকেই। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী শুক্রবার মধ্যরাত ও শনিবার ভোর রাতের মধ্যে পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যবর্তী এলাকা অতিক্রম করে মহাবলিপুরম এর কাছে আছড়ে পড়বে এই মন্দৌস। যার গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। আবহাওয়া দফতরের তরফ থেকে দক্ষিণ অন্ধ্র উপকূল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে ইতিমধ্যেই কমলা সর্তকতা জারি করা হয়েছে। বিপর্যয়ের মোকাবিলা করার জন্য তৎপর দুর্যোগ মোকাবিলা বাহিনী।
এই ঝড়ের তাণ্ডব থেকে বাঁচার জন্য তামিলনাড়ুর একাধিক এলাকা স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। শনিবার পর্যন্ত পুদুচেরিতেও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন সকাল থেকেই সমুদ্রের আবহাওয়া খুব একটা ভালো নয়। জলোচ্ছ্বাস দেখতে পাওয়া গিয়েছে চেন্নাইয়ের মেরিনা বিচ এলাকাতে। বিপর্যয় মোকাবিলা করার জন্য তামিলনাড়ুর ১০ টি জেলায় প্রায় ১২ টি দল মোতায়ন করা হয়েছে। এই ঝড়ের প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও । কারণ শুক্রবার বিকেলের জন্য চেন্নাই বিমানবন্দরে বাতিল করে দেওয়া হয়েছে চারটি বিমান।
সকালের দিকে যে বিমানগুলি ছিল সেই গুলিও উড়ান শুরু করে অনেক দেরিতে। গতকাল রাত থেকেই চেন্নাই এবং তার সংলগ্ন এলাকা গুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি দেখা দিয়েছে। যার কারণে চেম্বারমবক্কম ও পুন্দি জলাধারে জলের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বেঙ্গালুরু, কর্নাটকের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। চেন্নাইয়ে ইতিমধ্যে ১৬৯ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। তাই জল সরানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে। যদিও বাংলায় মন্দৌসের তেমন কোন প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম