।। প্রথম কলকাতা ।।
Parade of Planets: ২০২৩ এর ২৮শে মার্চ অত্যন্ত স্পেশাল একটি দিন। মহাজাগতিক এক মিলন ঘটতে চলেছে। যেখানে আকাশে এক রেখায় দেখা যাবে ৫ গ্রহকে। গোটা বিশ্ব এই বিরল ঘটনার সাক্ষী থাকবে। সাম্প্রতিক সময়ে পরপর বেশ কয়েকটি মহাজাগতিক আশ্চর্য ঘটনা ঘটেছে, তবে তার মধ্যে অন্যতম হতে চলেছে ২৮ শে মার্চের ঘটনা। চাঁদ, শুক্রের সহাবস্থানের পর এবার এক রেখায় দেখতে পাবেন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং ইউরেনাসকে।
শুক্রের সারিতে একে একে যোগ দেবে মঙ্গল, বুধ, বৃহস্পতি আর ইউরেনাস। সন্ধ্যার সময় অর্থাৎ সূর্যাস্তের পর আপনি পাঁচ গ্রহের মহামিলন দেখতে পাবেন। মোটামুটি সন্ধ্যার আকাশে সাড়ে সাতটার দিকে এমনটা দেখা যাবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই পাঁচ গ্রহের মধ্যে আপনি খালি চোখে উজ্জ্বলতার কারণে বৃহস্পতি, শুক্র আর মঙ্গলকে দেখতে পাবেন, তবে বুধ আর ইউরেনাসকে খালি চোখে দেখা বেশ মুশকিল। সেক্ষেত্রে আপনাকে ভালো দূরবীন ব্যবহার করতে হবে।
পাঁচ গ্রহের মহাসংযোগ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ববাসী। কয়েকদিন আগেই আধখানা কাস্তের মতো চাঁদের নিচে দেখা গিয়েছিল সন্ধ্যা তারা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোলপাড় পড়ে যায়। এবার আরও একটি বিরল মহাজাগতিক মহাসংযোগ ঘটতে চলেছে। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, এই সংযোগ অত্যন্ত বিরল। সৌর মন্ডলের পাঁচ গ্রহকে এত কাছাকাছি খুব একটা দেখা যায় না। যদি আকাশে মেঘ না থাকে তাহলে বুধকে দেখা গেলেও দেখা যেতে পারে। পাশাপাশি চাঁদ, শুক্র আর বৃহস্পতির দেখা মিলবে। এই গ্রহগুলির কক্ষপথ, গতি এবং সূর্য থেকে দূরত্ব সবকিছুই আলাদা। এই মহাসংযোগ তৈরি হতে সময় লাগে প্রায় ৪০০ বছর বা তার বেশি। প্রায় ৮০০ বছর আগেও নাকি এই মহাসংযোগ ঘটেছিল, কিন্তু তখন অত্যাধুনিক দূরবীন না থাকায় সাধারণ মানুষের চোখে এই পাঁচ গ্রহ একসঙ্গে ধরা পড়েনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম