।। প্রথম কলকাতা ।।
Work From Home: আবার মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। এর জেরে তাহলে কি ফিরে আসতে পারে গত দু’বছরের একঘেয়ে সেই ওয়ার্ক ফ্রম হোম? যদি এই পরিস্থিতি ফিরে আসে তাহলে তা মানুষের কাছে বিরক্তিকর হয়ে উঠতে পারে। যেখানে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ সুবিধা নেই সেক্ষেত্রে দেখা দিতে পারে বেকারত্ব। গত আড়াই থেকে তিন বছরে সাধারণ মানুষ বুঝে গিয়েছে করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই। শুধু সতর্কভাবে চললেই হবে। যদি করোনা পরিস্থিতি লাগাম ছাড়া হয়, আবার লকডাউন হয় তাহলে শোচনীয় পরিস্থিতি হবে। সম্প্রতি করোনার উর্ধ্বমুখী গ্রাফের কারণে ওয়ার্ক ফ্রম হোমে আইনজীবীদের মামলা লড়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায় বিষয়টি বিবেচনা করে আইনজীবীরা(lawyers) ভার্চুয়ালি মামলা লড়তে পারবেন, এমনটাই জানিয়েছেন চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice of India, DY Chandrachud)।
‘Free Press Journal’ এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চন্দ্রচূড়ের নেতৃত্বে এবং বিচারপতি জে বি পারদিওয়ালার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ, সাম্প্রতিক মিডিয়া রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেছেন, আদালত হাইব্রিড মোডের মাধ্যমে আইনজীবীদের আদালতে হাজির হওয়ার অনুমতি দিতে ইচ্ছুক। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বুধবার বলেছেন যে, কোভিড মামলার ক্রমবর্ধমান সংখ্যার মধ্যে আইনজীবীরা কার্যত আদালতে হাজির হতে মুক্ত। প্রধান বিচারপতি বলেন, যদি আইনজীবীরা আদালতে হাজির হতে চান, তা তারা করতে পারেন এবং তারা হাইব্রিড মোডেও কাজ করতে পারেন।
বুধবার ভারতে ৪,৪৩৫ টি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যা প্রায় পাঁচ মাসের মধ্যে সব থেকে বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে সক্রিয় মামলার সংখ্যা বেড়ে ২৩,০৯১ হয়েছে। এছাড়াও একই সময়ে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার সংখ্যা ৫,৩০,৯১৬-এ পৌঁছেছে। মন্ত্রকের তথ্য অনুসারে, জাতীয় কোভিড পুনরুদ্ধারের হার ৯৮.৭৬ শতাংশ। দিল্লি, গুজরাট, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, পুদুচেরি এবং রাজস্থান থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম