।। প্রথম কলকাতা।।
Convocation: পঞ্চম শ্রেণী থেকে কলেজের তৃতীয়বর্ষ পর্যন্ত প্রতিটি স্তরে সমাবর্তন বাধ্যতামূলক। এমনই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন হয় যে সমস্ত স্কুলে সেখানে চিঠি পাঠিয়ে দিয়েছে। প্রতিবছর প্রতিটি ক্লাসের জন্য সমাবর্তনের আয়োজন করতে বলছে বাধ্যতা মূলকভাবে । বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।
মাধ্যমিক শিক্ষা সংসদের জানা গিয়েছে, যেহেতু স্কুলে সমাবর্তনের সিদ্ধান্ত রাজ্য সরকারের তাই সেই নির্দেশ মেনেই রাজ্যের যেসব স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণি রয়েছে সেই সব স্কুলে এই বিষয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হবে। এই নিয়ম অনুযায়ী আগামী বছর থেকে প্রতি জানুয়ারিতে এই সমাবর্তনের আয়োজন করতে হবে প্রতিটি স্কুলকে। ক্লাসে ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের হাতে স্কুলের তরফে লজেন্স বা চকলেট এর মত উপহার তুলে দিতে হবে।
কোনো কারণে ২রা জানুয়ারি অনুষ্ঠান করা সম্ভব না হলে জানুয়ারি প্রথম সপ্তাহে উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে সমাবর্তন উৎসব পালন করতে হবে। ঐদিন ছাত্র-ছাত্রীদের কাছে স্কুলের ইতিহাস সহ বই, পোশাক, জুতো মিড ডে মিল প্রভৃতির মত সরকারি সুবিধার কথা আরো বেশি করে জানাতে হবে। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির তরফে জানা গিয়েছে খুব দ্রুত তাদের অধীনস্ত কলেজগুলিতে এই মর্মে চিঠি পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এবার পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত সমাবর্তন বাধ্যতামূলক হতে চলেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম