।। প্রথম কলকাতা।।
4 State Assembly Election Results: ফের সেই মোদী ম্যাজিক তিন রাজ্যে। কংগ্রেসকে ধরাশায়ী করে কার্যত নিশ্চিত বিজেপির জয়। রাজস্থান, মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই় হলেও ছত্তিশগড়ে কংগ্রেসের জেতার ভালো সম্ভাবনা দেখা গেলেও জয়ের শেষ হাসি হাসল গেরুয়া শিবিরই। পাঁচ রাজ্যের মধ্যে তিন রাজ্যে ব্যাপক জয়লাভ করেছে বিজেপি। তিন রাজ্যে বিজেপির জয়ের থেকেও বড় বিষয় হল তিন রাজ্যেও কংগ্রেসের হার। একাধিক সংবাদমাধ্যমের সমীক্ষায় মধ্যপ্রদেশে কংগ্রেসকে এগিয়ে রাখা হলেও, ইভিএম খুলতেই, গেরুয়া সুনামি আছড়ে পড়ল মধ্যপ্রদেশে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিন রাজ্যের জয়ের পিছনে অন্যতম কারণ বিজেপির সাংগঠনির শক্তি।
মধ্যপ্রদেশ থেকে ছত্রিশগড় ভোটের ফলে যত স্পষ্ট হয়েছে যে, গেরুয়া ঝড় বইছে, তত বার নেতাদের মুখে উঠে এসেছে মোদী-নাম। মুখ্যমন্ত্রীর কুর্সির জন্য যতই নেতাদের মধ্যে দড়ি টানাটানি হোক না কেন, সবার একটাই লক্ষ্য ছিল ফের ক্ষমতা দখল করা। আর সেই কাজটি করে দেখিয়েছে গেরুয়া শিবির। রাজ্যবাসী প্রধানমন্ত্রী মোদীর প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখেছেন। মোদীজির অধিনায়কত্বে যে সমস্ত প্রকল্পগুলির সফল রূপায়ণ হয়েছে, তাতেও প্রবল ভাবে উপকৃত হয়েছেন রাজ্যবাসী। অন্যদিকে, কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতিকে যে তারা তোয়াক্কা করেননি তা আজ হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন তিন রাজ্যবাসী।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তের মধ্যপ্রদেশে বিজেপি ১৬১ ও কংগ্রেস ৬৬। রাজস্থানে বিজেপি ১১২ ও কংগ্রেস ৭১। ছত্রিশগড়ে বিজেপি ৫৫ এবং কংগ্রেস ৩২। তেলেঙ্গানাতে কংগ্রেস ৬৩, বিআরএস ৬১, বিজেপি ৮ এবং এআইএমআইএম পেয়েছে ৬টি আসন। ম্যাজিক ফিগার অনুযায়ী তেলেঙ্গনা ছাড়া তিন রাজ্যেই কার্যত জয় নিশ্চিত বিজেপির।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম