।। প্রথম কলকাতা ।।
Panic Button In Cars: রাজ্যে পথ দুর্ঘটনা যাতে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। কিন্তু এখনও পর্যন্ত পথ দুর্ঘটনা যে নিয়ন্ত্রণে তা বলা যায় না। তাই রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে এবার নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে প্রত্যেকটি বাণিজ্যিক গাড়িতে এবার থেকে লোকেশন ট্র্যাকার ডিভাইস এবং প্যানিক বটন রাখতেই হবে। আগামী মাস থেকেই তা কার্যকর হতে চলেছে।
গত ১৪ নভেম্বর রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যে হারে পথ দুর্ঘটনার পরিমাণ বেড়ে চলেছে তাতে ২০১৮ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে গাড়িগুলিতে প্যানিক বটন এবং লোকেশন ট্র্যাকার থাকবে। অবশেষে তা বাস্তবেও হতে চলেছে। পরিবহন দফতরের তরফ থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত বেসরকারি বাস, ট্যাক্সি এবং অ্যাপকাব গুলিতে এই লোকেশন ট্র্যাকার ডিভাইস ও প্যানিক বটন থাকতেই হবে।
শুধুমাত্র বড় গাড়ি নয় বাণিজ্যিক দুই চাকার গাড়ি, ই- রিকশা এবং অটোতেও থাকবে প্যানিক বটন ও লোকেশন ট্র্যাকার। এর ফলে গাড়িগুলি কোন দুর্ঘটনার কবলে পড়লে দ্রুত সেখানে সাহায্য পাঠানো যাবে। এছাড়াও নারী সুরক্ষার কথা মাথায় রেখে এই বিষয়গুলিতে আরও বেশি জোর দেওয়া হয়েছে। বাণিজ্যিক গাড়ির যে সকল মালিকরা রয়েছেন তা্রাও এই বিষয়ে সহমত পোষণ করেছেন বলেই জানা গিয়েছে । এছাড়াও পরিবহন দফতরের তরফ থেকে স্পষ্ট সতর্ক করে দেওয়া হয়েছে যে, বাণিজ্যিক গাড়িতে লোকেশন ট্র্যাকার এবং প্যানিক বটন না থাকলে আটকে রাখা হবে গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম