।। প্রথম কলকাতা ।।
Weather update: হাড়কাঁপুনি ঠান্ডা শহরে। পারদ নামল ১২ ডিগ্রির ঘরে। চলতি সপ্তাহে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। গত বছরের শেষ কয়েকটা দিন আক্ষেপ নিয়েই কাটিয়ে দিয়েছিলেন শহরে শীত প্রেমীরা। উষ্ণতম বর্ষবরণ এর সাক্ষী ছিল কলকাতা (Kolkata)।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার চলতি মরসুমের শীতলতম দিন। শহরের তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে দাঁড়িয়েছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াসে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে। বাকি জেলা বিক্ষিপ্তভাবে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। সোমবার থেকে ফের সাময়িকভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া কিছুটা গতি হারাবে তবে শীতের আমেজ বজায় থাকবে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কার্যত শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বিহার ও ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আরও পাড়া পতন হয়েছে। আগামী রবিবার পর্যন্ত এই পারাপাতন জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।৯ জানুয়ারি থেকে ফের একবার ঊর্ধ্বমুখী হবে পারদ। তবে আপাতত টানা বহাল থাকবে বঙ্গে শীত (Winter)।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম