।। প্রথম কলকাতা ।।
AIIMS Hospital: দিল্লির ‘হাই প্রোফাইল’ হাসপাতালের খাবারের মান নিয়ে উঠল প্রশ্ন। হাসপাতালে চিকিৎসাধীন বছর চারেকের এক শিশুর জন্য দেওয়া ডালে ভাসতে দেখা গেল মরা আরশোলা। সেটি এক ব্যক্তি ট্যুইট করায় বর্তমানে বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সয়ের (Delhi AIIMS)।
এই ঘটনাটি ঘটে রবিবার রাতে। দিল্লি এইমসের প্রাইভেট ওয়ার্ডে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই হাজারও প্রশ্ন উঠেছে হাসপাতালের পরিষেবাকে কেন্দ্র করে । সাহিল জাইদি নামে এক ট্যুইটার ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেছেন ট্যুইটারে। সেখানে দেখা যাচ্ছে খাবারের ট্রেতে আরশোলার দেহের কিছুটা অংশ পড়ে রয়েছে। একই সঙ্গে ওই ব্যক্তি এই ঘটনাকে অত্যন্ত ভীতিকর এবং অবাক হওয়ার মতো বলেই উল্লেখ করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর মা জানান, তিনি তাঁর চার বছরের ছেলেকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছিলেন । সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। যার কারণে ডাক্তার ওই শিশুকে তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই হিসেবে হাসপাতাল কর্মীদের তিনি ছেলের জন্য ডাল দিতে বলেছিলেন। পরবর্তীতে ডাল যখন এসে পৌঁছায় তখন প্রথমে তা নিজের চেখে দেখেন ওই মহিলা। ডালের মধ্যে ভেসে থাকা মরা আরশোলা দেখতে পান তিনি।
তাঁর কথায়, বিগত প্রায় দু বছর ধরে দিল্লি এইমসে চিকিৎসা করাচ্ছেন তাঁরা । দেশের অন্যতম উন্নতমানের হাসপাতাল হিসেবে পরিচিত এটি সেখানে একজন রোগীর জন্য এই ধরনের নিম্নমানের খাবার কখনই আশা করা যায় না । কাজেই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলেই জানিয়েছেন তিনি । এই খবর প্রকাশ্যে আসার পরই হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছেন। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম