।। প্রথম কলকাতা ।।
রাশিয়ার ওপর স্যাডো স্ট্রম দিয়ে আঘাত তো? কত ধানে কত চাল সিআইএ রুশ নাগরিকদের কিনে নিচ্ছে নয়া চালে। জেলেনস্কি দুঃসাহসের বড় দাম, পাল্টা সরাসরি কিয়েভের বড় ক্ষতি। পুতিনের বারুদের প্রতিশোধ সামলানো যাচ্ছে না। জঙ্গল আর যুদ্ধের ময়দানে বড় মিল আছে৷ এখানে এক ভুল হলেই সোজা শেষ। কোনও সুযোগ থাকে না মাঝে। ব্রিটেনের থেকে স্যাডো স্ট্রম পেয়ে হাতির পাঁচ পা দেখেছিল কিয়েভ। কিন্তু ১৫ মে রাতটা বিভীষিকা হয়ে গেলে কিয়েভের। ইউক্রেন ভাবতেও পারেনি মস্কোর এই পাল্টা এতটা মারাত্মক হবে। সোজা রাজধানী কিয়েভের ওপর বিধ্বংসী হামলা আকাশে আগুনের গোলার ছবি ধরা পড়েছে। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন এটা ক্রেমলিনের এরিয়াল অ্যাটাক। উত্তর-দক্ষিণ-পূর্ব থেকে কামিকাজি ড্রোন, মিশাইলের বৃষ্টি। কিন্তু তাতে কি সবক শেখানো যাবে ইউক্রেনকে? অনেকেই বলছেন আলবাত যাবে৷
আমেরিকার CIA তে যোগ দিলেই পাওয়া যাবে মোটা টাকা। আমেরিকার গোয়েন্দা সংস্থা এবার এ পর্যায়ে নেমে গেল। CIA এবার নিয়োগ করবে রাশিয়ান নাগরিকদের। CIA নয়া নিয়োগ পরিকল্পনা দেখে কপালে চোখ তুলছেন অনেকে। ৩ মিনিটের এক ভিডিও প্রকাশ করে এমনই বার্তা দিয়েছে আমেরিকা। তাহলে কি সত্যিই CIA তে নিয়োগ সংকট চলছে নাকি? এই প্রোপাগান্ডা ভিডিও কেন? বিশেষজ্ঞরা বলছেন, জোর করে রাশিয়ার তরুন নাগরিকদের যুদ্ধের জন্য সীমান্তে পাঠানো হচ্ছে। পুতিনের এই হিটলার স্বভাব অনেকেই মেনে নিতে পারছে না। ফাঁকতালে আমেরিকা এবার কাজে লাগাবে তাদেরকেই৷ CIA খুফিয়া এজেন্ট হও আর রুশ সরকারের তথ্য এদিকে পাচার করো বিনিময়ে মোটা টাকা দেবে আমেরিকা। ঘুরপথে বলে দেওয়া হচ্ছে পুতিন নিয়ে যদি আপনারা বিরক্ত হয়ে যান আসুন আমাদের সঙ্গে যোগ দিন। স্যাডো স্ট্রম হাতে পেতেই ইউক্রেন ভেবেছিল এ তো স্বর্গ রাশিয়ার দখলে থাকা লুহানস্কে গৃহমন্ত্রকের অস্থায়ী ইমারতকে নিশানা করেছিল কিয়েভ। তাতে গৃহমন্ত্রী জখমও হন। ব্যাস প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন পুতিনের মাথায়৷
কিয়েভ বলছে এর আগে এত ভয়ানক অ্যাটাক রাজধানীতে হয়নি। উত্তর দিকে বেলারুশে জমি থেকে কামিকাজ ড্রোনের হামলা পূর্ব মানে রাশিয়ার এয়ার জোন থেকে হাইপারসনিক মিশাইল দক্ষিণে কৃষ্ণসাগরের ওপর থেকে বড় অ্যাটাক। কেন আমেরিকার দেওয়া প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কিয়েভের ওপর হামলা আটকাতে পারল না। ফ্যাক্ট বলছে কিয়েভে এ মূহুর্তে প্যাট্রিয়ট আর ন্যাসামস এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। তারা মস্কোর কিঞ্জল মিশাইলকে আটকাতে ব্যর্থ রাশিয়া বুঝে গেছে চাইলেই অ্যাটাক করা যেতে পারে। আমেরিকার প্যাট্রিয়ট আটকাতে পারবে না। এবার দেখার আমেরিকার নয়া চাল, সঙ্গে রাশিয়ার এই হিংস্র মূর্তি যুদ্ধকে কোন পথে নিয়ে যায়৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম