।। প্রথম কলকাতা ।।
Christmas Day Celebration : ২০২২ এবার শেষের পথে। আসতে চলেছে ২০২৩ । তবে তার মাঝে আরও এক আনন্দ উৎসবের পালা। চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৫ তারিখে পালিত হবে বড়দিন। যীশু খ্রিস্টের জন্ম দিবস হিসেবে পালন করা হয় বড়দিন বা ক্রিসমাস। ক্রিসমাস ট্রি সাজানো থেকে শুরু করে সান্টাক্লজ, নানা স্বাদের কেক, বেকারির খাবার সামগ্রী সবকিছুর প্রস্তুতি এই বড়দিনকে ঘিরে। কিন্তু জানেন কি পৃথিবীর এমন কিছু দেশ রয়েছে যেখানে ক্রিসমাস পালন নিষিদ্ধ। শুধুমাত্র এই বছরের জন্য নয় ওই দেশগুলিতে কখনই পালন করা হয় না বড়দিন।
কিন্তু কেন ? এ প্রশ্ন মনে উঠতেই পারে। যেসব দেশে ক্রিসমাস নিষিদ্ধ সেই সমস্ত দেশের তালিকায় নাম রয়েছে আমাদের প্রতিবেশী দেশেরও। কিন্তু ঠিক কী কারনে ক্রিসমাস পালন করেন না সেই দেশবাসীরা ? চলুন জেনে নেওয়া যাক কেন ক্রিসমাস তাদের কাছে আনন্দ উৎসব নয়।
* পাকিস্তান : ২৫ ডিসেম্বর পাকিস্তানে ক্রিসমাস পালন করা হয় না। সেই দিন ছুটি থাকে অবশ্য সরকারের তরফ থেকে কিন্তু এই ছুটি দেওয়া হয় যীশু খ্রিস্টের জন্ম দিবস এর জন্য নয় বরং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী মহম্মদ আলী জিন্নার জন্মদিন উপলক্ষ্যে। এই কারণেই পাকিস্তানীরা প্রাক্তন প্রধানমন্ত্রী জন্মদিনে বড়দিন পালন করেন না।
* ভুটান : হিমালয়ের কোলে থাকা এই ছোট্ট দেশটি বড়দিন পালন করে না। কারণ এই দেশে বসবাসকারী মানুষের বেশির ভাগই হল বৌদ্ধ ধর্মাবলম্বী। খ্রিস্টান নেই তেমন নয় কিন্তু সংখ্যায় অনেক কম। সেই কারণে ভুটানে পালিত হয় না ক্রিসমাস। এমনকি জানলে রীতিমত অবাক হবেন যে তাদের ক্যালেন্ডারে ২৫ ডিসেম্বর ক্রিসমাস হিসেবে কোন উল্লেখই নেই।
* আফগানিস্তান : এই দেশে ইসলাম ধর্মাবলম্বী মানুষের বসবাস সব থেকে বেশি। এই কারণে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ক্রিসমাস পালন করে না আফগানিস্তানবাসী।
* চিন : চিন সবদিক থেকেই যথেষ্ট উন্নতি করেছেন কিন্তু তাদের ক্যালেন্ডারেও ক্রিসমাস হিসেবে ২৫ ডিসেম্বর গুরুত্ব রাখে না। এই দিনটিও তাঁরা আর পাঁচটা সাধারন দিনের মতোই কাটান। এর পেছনে কারণ হিসেবে বলা যায় চিনারা কোনরকম ধর্মীয় আচার পালনকে বিশেষ গুরুত্ব দেন না। বর্তমানে সেই কারণেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড় উৎসব ক্রিসমাস সেখানে মহাসমারহে পালন করা হয় না।
* সোমালিয়া : এই দেশে রীতিমতো আইন করে ক্রিসমাস পালন নিষিদ্ধ করা হয়েছে। এই দেশের প্রশাসনের তরফ থেকে ২০১৫ সালে ঘোষণা করা হয় কোন সোমালিয়ার বাসিন্দা বড়দিন পালন করতে পারবেন না এর নেপথ্যে রয়েছে ধর্মীয় কারণ।
এই দেশগুলি ছাড়াও বিশ্বে এমন বহু দেশের অস্তিত্ব রয়েছে যেখানে ক্রিসমাস পালন করা হয় না। সেই তালিকায় নাম রয়েছে লিবিয়া, তুরস্ক, উজবেকিস্তান, ইরান, কম্বোডিয়া প্রভৃতির। অনেকেরই ধারণা ক্রিসমাস বিশ্বজুড়ে পালন করা হয় কিন্তু আসলে এমনটা নয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম