।। প্রথম কলকাতা ।।
Pentagon: আমেরিকার (America) আকাশে উড়ছে এক বিশেষ বেলুন, যা ঘিরে রীতিমত আশঙ্কা তৈরি হয়েছে। বলা হচ্ছে, চীন (China) নাকি গুপ্তচর পাঠিয়েছে এই বেলুনের মাধ্যমে। এমনি থেকেই গত কয়েক বছর ধরে বিশ্ব রাজনীতি উত্তাল। কে কার দিকে কখন হেলে যাবে বোঝাই যাচ্ছে না। সম্প্রতি দক্ষিণা আফ্রিকার (South Africa) সাথে চীন আর রাশিয়ার (Russia) সামরিক মহড়া ভালো চোখে দেখছে না আমেরিকা। প্রশ্ন তোলে, তাহলে কি চীন আর দক্ষিণ আফ্রিকা সরাসরি ইউক্রেনে (Ukraine) রাশিয়ার আগ্রাসনকে সমর্থন জানাচ্ছে? এই বিতর্কের মাঝে হঠাৎ করে নতুন বিতর্ক শুরু। আমেরিকার পরমাণু কেন্দ্রের নজরদারি চালাচ্ছে নাকি চীনা গুপ্তচর বেলুন। তার উপর সতর্ক দৃষ্টি এখন পেন্টাগনের (Pentagon)।
বৃহস্পতিবার পেন্টাগন প্রকাশ্যে এনেছে এক চাঞ্চল্যকর তথ্য। দাবি অনুযায়ী, আমেরিকার যে স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলি রয়েছে তার উপর নাকি চীন নজরদারির জন্য এক গুপ্তচর বেলুন ব্যবহার করছে। এই বেলুন নাকি বেশ কয়েকদিন ধরেই তাদের নজরে এসেছে। এমনটাই জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র পিট রাইডার। এখনো পর্যন্ত এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশ্যে আসেনি। আমেরিকার ঠিক নির্দিষ্ট কোন পরমাণু কেন্দ্রের উপর এই বেলুনটিকে দেখা গিয়েছে কিংবা ঠিক কতটা উচ্চতায় দেখা গিয়েছে সেই সম্পর্ক তথ্য জানা যায়নি।
দাবি অনুযায়ী, ওই বেলুনটিকে দেখা গিয়েছে উত্তর-পশ্চিম আমেরিকায়। প্রথমে পরিকল্পনা নেওয়া হয়েছিল বেলুনটিকে নামানো হবে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। যদি বেলুনটির মধ্যে তেজস্ক্রিয় পদার্থ থাকে তাহলে বড়সড় বিপত্তি ঘটতে থাকে পারে। প্রথমে আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এই পরিকল্পনা নিলেও তা বাতিল করেন। তবে আমেরিকা এই সন্দেহজনক বেলুনের গতিবিধির উপর কড়া নজরদারি চালাচ্ছে।
মূলত যেখানে বেলুনটি উড়ছে সেখানে আমেরিকায় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা রয়েছে। যেমন বিমান ঘাঁটি, ভূগর্ভস্থ কৌশলগত ক্ষেপণাস্ত্র কেন্দ্র প্রভৃতি। বেলুনটির গতিবিধি এবং কার্যক্রম যাচাই করতে ইতিমধ্যেই আমেরিকার যুদ্ধ বিমান পাঠানোর ব্যবস্থা করেছে। খবরটি দ্রুত গোটা বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিলেও চীন এখনো পর্যন্ত এই বিষয়ে এই মুখে কুলুপ এঁটে রয়েছে। একজন মুখপাত্রের দাবি অনুযায়ী, চীন নাকি এই ধরনের কাজ গত কয়েক বছর ধরে করছে। আগের সরকারের সময়ও এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। যদিও পেন্টাগন আপাতত বিষয়টিকে খুব একটা বিপ্পজনক বলে মনে করছে না। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে, আমেরিকার আকাশে উড়তে থাকা ধূসর রঙের সেই বেলুনের ছবি আর ভিডিও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম