।। প্রথম কলকাতা ।।
চীন লাদাখে চোখ তুলে তাকালেই হবে সোজা অ্যাকশন। বর্ডারে বিরাট লেভেলে প্রস্তুতি নিচ্ছে এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি। ২০০র কাছাকাছি ঝাঁকে ঝাঁকে আসবে উড়ন্ত প্রহরী। বিশ্বের একমাত্র অজুবার খবরে হইচই পাকিস্তানে। একটাই ঢিল আর শেষ হবে দুটো পাখি এতদিন যা হয়নি এবার LAC ও LOCতে বর্ডারে তা হবে। গোপন সূত্রে কোন ইঙ্গিত পাচ্ছে ভারতীয় সেনা? প্রশ্নটা উঠছে কারণ ইন্ডিয়ান আর্মি কিনতে চলেছে ১৫৬ টা হেলিকপ্টার আর এটা যেমন তেমন চপার নয় এর নাম প্রচন্ড। নামটা নিশ্চয় শুনে থাকবেন। হঠাৎ করে এতগুলো প্রচণ্ড লাইট কমব্যাট হেলিকপ্টার কেনার কারণ?
চীনের ম্যাপ কান্ডের বদলা কী এবার এভাবেই নেবে ভারত! ইসলামাবাদের হেডকোয়ার্টারে কার্যত হইচই পড়ে গেছে। কারণ প্রচন্ড নামটা নিলেই বুক কাঁপে পাকিস্তানের। পৃথিবীর সবথেকে খারাপ আবহাওয়া আর দুর্গম এলাকায় পরীক্ষা দিয়ে পাশ করেছে প্রচন্ড। তাই শত্রুদের টেনশন তো হবেই। কানাডা নিয়ে একবার ভারতকে খোঁচা দেওয়া পর চীন কার্যত চুপ। বেজিং নতুন কোন প্ল্যান কষছে চুপচাপ? প্রচন্ড কতটা চ্যালেঞ্জ ছুঁড়বে বেজিংয়ের লালফৌজকে? জানেন লাদাখের দুর্গম এলাকার জন্য পারফেক্ট বলা হয় প্রচন্ডকে। জানা যাচ্ছে নতুন হেলিকপ্টারগুলি সাতটি বিভিন্ন পাহাড়ি এলাকায় সাতটি ইউনিটে মোতায়েন করা হবে। মূলত দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকার জন্য হ্যাল বানিয়েছিল প্রচন্ডকে। হাই অল্টিটিউডে দুর্গম এলাকায় ব্যাপকভাবে কাজ চালিয়ে যেতে সক্ষম প্রচন্ড।
প্রচণ্ড হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৬৮ কিমি পরিসীমা ৫৫০ কিমি ও একটানা ৩ ঘণ্টা ১০ মিনিট উড়তে সক্ষম। এটিই বিশ্বের একমাত্র হেলিকপ্টার যা ৫ হাজার মিটার উচ্চতায় ল্যান্ডিং এবং টেক অফ করতে পারে। মূলত পূর্ব লাদাখ এবং সিয়াচেন হিমবাহ এলাকায় মোতায়েন করা হয়েছে এই ধরনের হেলিকপ্টার। কারণ এই এলাকায় এটাই এফেকটিভ। এই অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে মাটিতে গুলি করা এয়ার টু এয়ার মিসাইল ছোঁড়া যায়। এর নামে দুনিয়ার কোনও এয়ার ডিফেন্স সিস্টেম। প্রচন্ডর হামলা থেকে বাঁচতে পারবে না। সবথেকে বড় কথা নতুন ধ্রুব মিশাইলও ফিট হতে পারবে। এতে মোট ৭০০ কেজি অস্ত্র বহন করা যাবে প্রচন্ডতে।
বর্তমানে ১৫টি প্রচন্ড হেলিকপ্টার রয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের হাতে তবে খবর পাওয়া যাচ্ছে “১৫৬টি প্রচণ্ড হেলিকপ্টার কেনার জন্য ভারত সরকারের কাছেয়প্রস্তাব পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা। খুব শীঘ্রই এই আবেদন মঞ্জুর করা হবে বলেও খবর। ১৫৬টি হেলিকপ্টারের মধ্যে ৬৬টি থাকবে বায়ুসেনার অধীনে এবং বাকি ৯০টি থাকবে সেনার দখলে। সবথেকে গর্বের বিষয় খতরনাক প্রচন্ড পুরোপুরি দেশীয়। এর এক একটা কলকবজা সবটাই তৈরি ভারতে। প্রচণ্ড হেলিকপ্টারগুলি কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ (CSAR), ডেস্ট্রাকশন অফ এনিমি এয়ার ডিফেন্স (DEAD), কাউন্টার ইনসারজেন্সি (CI) অপারেশন ও রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট (RPA’s) ধ্বংস করা এবং বাঙ্কার বিস্ফোরণ অপারেশনে সাহায্য করবে চীন পাকিস্তান রেডি তো?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম