।। প্রথম কলকাতা ।।
পৃথিবীর চামড়া ফুঁড়ে দানবীয় গর্ত খুঁড়ছে চীন। ভূত্বকের একেবারে শেষ স্তরে কীসের সন্ধান চালাবে বেইজিং? কীসের লোভে এত বড় পরিকল্পনা? লোভের ফাঁদে পা দিয়ে বড় কোন ভুল করছে না তো জিংপিং সরকার? এই গভীর অভিযানের আড়ালে লুকিয়ে কোন রহস্য? একের পর এক, হাজার হাজার ফুট গর্ত। পৃথিবীর সঙ্গে কোন ভয়ঙ্কর খেলা খেলছেন শি জিং পিং? মতলব টা কী? কী বলছেন বিশেষজ্ঞরা?
প্রথমেই ভুলটা ভেঙে দিই। প্রায় ১ মাস আগে শিনজিয়াং প্রদেশে যে বিরাট গর্ত খোঁড়া শুরু করেছিল চীন। এটা কিন্তু সেই গর্ত নয়। এবার সিচুয়ান প্রদেশে ৩২ হাজার ৮০৮ ফুটের গর্ত খোঁড়া শুরু করেছে চীন। মানে ১০ হাজার মিটার। এই নিয়ে চারিদিকে একেবারে হলুদ তুলে পড়ে গেছে, তোলপাড় হচ্ছে। কিন্তু কেন? কোন উদ্দেশ্যে বারবার পৃথিবীর বুক ফুঁড়ে এমন গর্ত খুঁড়ছে চীন? বিশেষজ্ঞদের মতে, সিচুয়ান প্রদেশে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে। এমনকি বিভিন্ন রকম খনিজ পদার্থ এবং খনিজ তেলে সমৃদ্ধ ওই অঞ্চল। সেক্ষেত্রে, ভূগর্ভে সঞ্চিত ধাতু এবং শক্তির উৎস সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচোনে উৎসুক হয়ে চীন যে এই প্রজেক্টে হাত দিয়েছে সেটা বুঝতে বাকি নেই। এমনকি নানা খনিজ পদার্থের সম্ভারও চিহ্নিত করা যাবে এর মাধ্যমে। সফল হলে লাভ হবে বিশাল।
কিন্তু এবারের আলোচনার টপিক টা অন্য। একবার শিনজিয়াং প্রদেশ, একবার সিচুয়ান। পৃথিবীর বুক ফুঁড়ে একের পর এক গভীর গর্ত। কোনও ভয়ংকর খেলা খেলছে না তো চীন? উদ্দেশ্যটা কি? স্পষ্টভাবে এর কোনো উত্তর না পাওয়া গেলেও এই গভীর অভিযানের আড়ালে যে বিরাট বড় পরিকল্পনা লুকিয়ে রেখেছে চীন, সেটা কিন্তু পরিষ্কার। কারণ, সম্প্রতি চীন সরকার সমস্ত পেট্রোলিয়াম সংস্থাকে জ্বালানির উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছে। দেশে বিদ্যুৎ এবং জ্বালানির ঘাটতি মেটাতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের কথা মাথায় রেখে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে শি জিনপিংয়ের দেশ।
সেক্ষেত্রে শি এর টার্গেট পূরণে শিনজিয়াং প্রদেশ বিশেষ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে তবে, পৃথিবীর গভীরে ছাপ ফেলার যে প্রক্রিয়া শুরু করেছে চীন তা সম্পূর্ণ হলে কী কী হতে পারে, সে দিকে নজর রয়েছে বিজ্ঞানীদের। আবার, সাদা চোখে পুরো বিষয়টা দেখে যা মনে হচ্ছে আদৌ তেমন কিনা, নাকি পরপর দানবীয় গর্ত খুঁড়ে অন্য কোনও উদ্দেশ্য সফল করতে চাইছে বেইজিং, বোঝা যাবে সময়ের সাথে সাথে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম