।। প্রথম কলকাতা ।।
India China: ১৬ জুন চীন কোনওদিনও ভুলতে পারবে না। ইন্ডিয়ান আর্মি ও পিএলএ আর্মির মধ্যে এমন কী ঘটেছিল এদিন? পিএলএর গো হারা হার আর কী কী ঘটেছিল? গোপন তথ্য এতদিন ফাঁস করলেন প্রাক্তন সেনাপ্রধান। ফোর স্টারস অফ ডেসটিনি-তে আরও সিক্রেট উঠে আসবে।এসব কথা প্রকাশ্যে বলতে নেই চীনে। চীনা সরকার এসব কথা মুখেও আনে না, তবে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে গলাবাজি করতে হলে চীন একেবারে একপায়ে খাড়া।মোদী হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন কোনও শক্তির ক্ষমতা নেই ৩৭০ ধারাকে ফেরত এনে দেখাবে। ১৬ জুন না ভুলতে পারবে ভারত না ভুলতে পারবে চীন। লাদাখের বুকে এই একটা দিনে এমন কিছু ঘটেছিল যা দুদেশের মানুষ কেউই বিশেষ জানেন না। কারণ কোনওদিন ফোকাসে আনা হয়নি। এবার প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ফাঁস করতে চলেছেন এমন অনেক তথ্য যা শুনলে সত্যিই অবাক হতে হয়।
নারভানে তার স্মৃতিকথা ‘ফোর স্টারস অফ ডেসটিনি’-তে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের কথা বলেছেন তাঁর দাবি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ১৬ জুনের কথা কখনই ভুলবেন না। কারণ দুই দশকেরও বেশি সময়ের মধ্যে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মতো দক্ষিণ লাদাখে পরাজিত হয়েছিল ভারতের কাছে। ইন্ডিয়ান আর্মির কাছে বহু পিএলএ আর্মিকে খতম করেছিল ভারতীয় সেনা। কীভাবে? পিএলএ কী সেই হার স্বীকার করেছিল? ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন সৈন্যের ক্ষতির কথা স্মরণ করে। নারাভানে বলেছেন এটি আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে দুঃখজনক দিনগুলির মধ্যে একটি ছিল। ১৬ জুন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্মদিন এটা এমন কোনো দিন নয় যেটা সে শীঘ্রই ভুলে যাবে। দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এদিনেই চিন ও পিএলএকে মারাত্মক পাল্টা আক্রমণের মুখোমুখি হতে হয়েছে।
নারাভানের দাবি চিন সাহসের সাথে আগ্রাসী কূটনীতি উসকানিমূলক কৌশল ব্যবহার করছে নেপাল এবং ভুটানের মতো ছোট প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য, কিন্তু এই ঘটনার সময়, ভারত এবং ভারতীয় সেনাবাহিনী বিশ্বকে দেখিয়েছিল যে যথেষ্ট হয়েছে এনাফ ইজ এনাফ। প্রতিশোধ নেওয়ার মাধ্যমে ভারত দেখিয়েছে যে তারা প্রতিবেশীর উত্পীড়নের জবাব দিতে পারে। নারভানে ৩১ ডিসেম্বর, ২০১৯ থেকে ৩০ এপ্রিল, ২০২২ পর্যন্ত সেনাপ্রধান ছিলেন। তার কার্যকালের বেশিরভাগ সময়ই বিতর্কিত। সীমান্তে চিনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং বাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদী সংস্কার পদক্ষেপ বাস্তবে রূপায়নের জন্য কাজ করেছেন। নারাভানে তাহলে কেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) করা হল না নারাভানে-কে?
উত্তরে এই বইতেই তিনি বলেছেন আমাকে যখন সেনাপ্রধান করা হয়েছিল তখনও আমি সরকারের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করিনি তাহলে এই বিষয়ে কেন এমন করতাম? এতদিন কিন্তু ১৬ জুনের গুরুত্ব সেভাবে জানতেন না দেশবাসী।তাই ধরে নেওয়া যায় প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নারাভানের এই বই বের হলে জানা যাবে আরও অনেক গোপন তথ্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম