।। প্রথম কলকাতা ।।
Glass skywalk in India: মাটি থেকে অনেক দূরে কাঁচের ব্রিজে (Glass Bridge) কোনদিনও হেঁটেছেন? পরিবেশটা যদি হয় পাহাড়ি সবুজে ঘেরা স্নিগ্ধতায়, মনে হবে যেন এক টুকরো স্বর্গে রয়েছেন। এমনই পরিবেশ রয়েছে ভারতে। সাধারণত কাঁচের ব্রিজ বলতেই চোখের সামনে ভেসে ওঠে চীন (China) কিংবা ভিয়েতনামের (Vietnam) কথা। আমাদের ভারত কিন্তু এই দিক থেকে পিছিয়ে নেই। সিকিমে (Sikkim) পাবেন কাঁচের ব্রিজে হাঁটার সুযোগ, উপরি পাওনা হিসেবে রয়েছে নৈসর্গিক পরিবেশের সৌন্দর্য।
কখনো ভেবেছেন মাটি থেকে শত শত ফুট উপরে ঝুলন্ত স্বচ্ছ সেতুতে হাঁটতে কেমন লাগে? ইন্টারনেটে সার্চ করলেই বিভিন্ন দেশের কাঁচের সেতুর উপর দিয়ে হাঁটার হাজারো ভিডিও পেয়ে যাবেন। ভারতের প্রথম কাঁচের স্কাইওয়াক উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম-এ অবস্থিত হওয়ায় এটির অভিজ্ঞতা নিতে আপনার ভিসা এবং বিমানের টিকিট লাগবে না। এটি সিকিমের পেলিং-এ চেনরেজিগের ১৩৭ ফুট লম্বা মূর্তির ঠিক বিপরীতে অবস্থিত।
মহিমান্বিত হিমালয়ের মাঝে অবস্থিত, গ্লাস স্কাইওয়াক বৌদ্ধ তীর্থস্থানের একটি সুন্দর দৃশ্য প্রদান করে। সমগ্র কমপ্লেক্সটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭২০০ ফুট উচ্চতায় অবস্থিত। কাঁচের স্কাইওয়াকটি মনোরম উপাসনালয়ের আকর্ষণ হওয়ায় এটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে বেশ জনপ্রিয়। স্থানীয় লোককাহিনী অনুসারে, চেনরেজিগ বা অবলোকিতেশ্বর হলেন ভগবান বুদ্ধের পার্থিব অবতার। পেলিং-এর চোয়েলিং এলাকায় মূর্তিটি ৪৬.৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল৷ ২০১৮ সালে চালু হওয়া মন্দিরটিতে বিশ্বের সবচেয়ে উঁচু চেনরেজিগ মূর্তির পাশাপাশি একটি কাঁচের স্কাইওয়াক, একটি ক্যাফে এবং একটি গ্যালারি রয়েছে৷ এই প্রকল্পটি সংস্কৃতি বিভাগ এবং সিকিমের হাউজিং বিল্ডিং বিভাগের তত্ত্বাবধানে অর্থায়ন ও নির্মিত হয়েছিল।
সিকিমে পাহাড়ের কোলে রয়েছে ছোট্ট দুই শহর। একটি পেলিং অপরটির রাবংলা। এখানে পর্যটকরা এসে ভোর রাতে শীতের কাঁপুনিকে তুচ্ছ করে প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নেন। পেলিংকে দুই ভাগে ভাগ করা যায়, একটা লোয়ার আর মিডিল পেলিং, যেখানে থাকে স্থানীয় মানুষ এবং নানান দোকান বাজার। অপরটি হল আপার পেলিং, এখানে রয়েছে টুরিস্টদের জন্য নানান রেস্তোরাঁ, হোটেল আর হেলিপ্যাড গ্রাউন্ড। পেলিং থেকে ২৬ কিলোমিটার উত্তর গেলে পশ্চিম সিকিমে পাবেন শিংসোর ব্রিজ। এটি সিকিমের বৃহত্তম ব্রিজ হিসেবে পরিচিত। যারা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখতে চান তাদের জন্য সিকিম আদর্শ জায়গা।
শুধু সিকিম নয়, ভারতে আরেকটি জায়গায় রয়েছে কাঁচের ব্রিজ। কয়েক বছর আগে বিহারে তৈরি হয়েছে প্রায় ৮৫ ফুট দৈর্ঘ্যের একটি কাঁচের ব্রিজ। এটি তৈরি হয়েছে সম্পূর্ণ কাঁচ আর ইস্পাত ফ্রেম দিয়ে। প্রায় আড়াইশো ফুট উচ্চতায় অবস্থিত এই স্বচ্ছ সেতুতে হাঁটার সময় এক রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করবেন। মনে হবে যেন বাতাসে ভাসছেন। এটি হল ভারতের দ্বিতীয় কাঁচের সেতু।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম