।। প্রথম কলকাতা ।।
Human Babies in Labs: মায়ের গর্ভ ছাড়াই জন্মাবে সন্তান। জরায়ু ক্যানসার কিংবা মাতৃকালীন জটিলতার কারণে আর কোন মায়ের চোখের জল পড়বে না। চিরতরে বন্ধ হবে মাতৃ মৃত্যু। শুনতে অবিশ্বাস্য হলেও, সম্প্রতি তৈরি হচ্ছে বাচ্চা তৈরির কারখানা। যেখানে এক বছরে জন্মাবে প্রায় ৩০ হাজার নিখুঁত শিশু। সিনেমার কল্পকাহিনী কেও হার মানাবে বিজ্ঞানিদের যুগান্তকারী এই আবিষ্কার। আর প্রসবকালীন যন্ত্রণা ভোগ করতে হবে না। এই প্রযুক্তি দিয়ে বাবা-মা তাদের সন্তান ঠিক কেমন হবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। সন্তানের গায়ের রং কিংবা বুদ্ধিমত্তা কতটা হবে তা তারা বাছাই করার সুযোগ পাবেন। এমনকি গবেষণাগারে আগে থেকেই সন্তানের শারীরিক গঠন, মানসিক বিকাশ সবকিছুই নির্ধারণ করা যাবে ।
ইয়েমেনের বিজ্ঞানী তথা মলিকিউলার বায়োটেকনোলজিস্ট হাশেম আল ঘাইলি বাচ্চা তৈরি কারখানা গড়ার স্বপ্ন দেখছেন। আপাতত তার পরিকল্পনা অনুযায়ী, এই গবেষণাগারে তৈরি হবে হাজার হাজার সন্তান। মাতৃ গর্ভ ছাড়াই ভ্রূণ বেড়ে উঠবে কৃত্রিম গর্ভে (Artificial Womb)। এই তথ্য মানুষের কাছে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও আদতে এমনটা হতে চলেছে। এই শিশুর শরীরে কোনো খুঁত থাকবে না। নীরোগ নিখুঁত শিশু ঠিক কেমন হবে তা বাবা-মা আগেই ঠিক করে নিতে পারবেন। হাশেম আল ঘাইলির গবেষণা কেন্দ্র এক্টলাইফ আপাতত এই কৃত্রিম ল্যাবরেটরি তৈরির প্রচেষ্টায় রয়েছে। বর্তমানে থ্রিডি টেকনোলজি আর রোবটিক্সের যুগে এমনটা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানী হাশেম।
সন্তানের মায়ের নাড়ির সঙ্গে কোন যোগ থাকবে না, অথচ মা বলে ডাকবে। এই সম্পর্কিত একটি ভিডিও তিনি প্রকাশ করেছেন। যেখানে দেখানো হয়েছে কৃত্রিম গর্ভে (Artificial Womb) কিভাবে শিশু বড় হবে, কিভাবে প্রসব হবে সেই সম্পর্কিত নানান পদ্ধতি। মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু মিলিয়ে তৈরি হবে ভ্রূণ। কাঁচের গোল বাক্সের মতো যন্ত্রে প্রতিস্থাপন করা হবে ভ্রূণ। সেই বক্সে ধীরে ধীরে বড় হয়ে উঠবে শিশু।
কৃত্রিম গর্ভের এই ল্যাবরেটরির পরিকল্পনা এখনো চলছে। সম্পূর্ণ কবে তৈরি হবে এবং এখান থেকে সন্তান জন্মাবার বাস্তব প্রয়োগ এখনো পর্যন্ত করা হয়নি। বিজ্ঞানী হাশেম আল ঘাইলি আশা রাখছেন, খুব দ্রুত তিনি এই অসাধ্য সাধন করে দেখাবেন। পরিকল্পনা অনুযায়ী প্রায় ৭৫টির বেশি ল্যাবরেটরিতে (Laboratory) থাকবে ৪০০ এর বেশি কৃত্রিম গর্ভ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম