।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচন আসন্ন। ২০২৩ এর পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই জনসংযোগ বাড়াতে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে আবারও বর্ধমান সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলা সফরের তালিকায় এবার বর্ধমানের নাম। ফেব্রুয়ারির একেবারে প্রথম দিকে অর্থাৎ ২ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের (Purba Bardaman) জাতীয় সড়কের ধারে গোদায় সভা করবেন তিনি। আর সেই সভাকে ঘিরেই বর্তমানে সাজো সাজো রব শহর জুড়ে। প্রস্তুতি চলছে প্রশাসনিক মহলেও।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার মুখ্যমন্ত্রী যেখানে সভা করবেন অর্থাৎ গোদা পরিদর্শন করতে আসেন ডিআইজি শ্যাম সিং এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। এছাড়াও তাদের সঙ্গে ছিলেন জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ফেব্রুয়ারি মাসের ২ তারিখে বর্ধমান শহরের নবাবহাট মোড় (Nababhat More) সংলগ্ন গোদাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই সেখানে মঞ্চ বাধার কাজ শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী জেলা সফরে যাতে কোনরকম ত্রুটি না থাকে তার দিকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
জানা গিয়েছে, বর্ধমানের এই সভা থেকে মুখ্যমন্ত্রী খোদ বেশ কিছু কৃষকদের হাতে কৃষি ও অন্যান্য সরকারি প্রকল্পের সহায়তা তুলে দেবেন। এছাড়াও সেই সকল সরকারি প্রকল্পের উপভোক্তাদের জন্য থাকবে বিশেষ বার্তা। মুখ্যমন্ত্রী শহরে আসবেন এই খবর পাওয়ার পরেই প্রশাসনের পাশাপাশি দলীয় স্তরেও প্রস্তুতিতে কোনরকম খামতি রাখা হচ্ছে না। উল্লেখ্য, কয়েকদিন পূর্বেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মেঘালয় সফরে। তাঁর সঙ্গ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি মেঘালয়, ত্রিপুরার বিধানসভা নির্বাচনকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম